বলিউডে এখন একটাই খবর। ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের বিয়ে। রাজস্থানে ঠিক কী হচ্ছে, তা নিয়ে কৌতূহল সকলের। যদিও নিজেদের বিয়ে নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি এই জুটি। করণ জোহর, নেহা ধুপিয়া, অক্ষয় কুমার, সুনীল শেট্টি, রাধিকা মদন সহ একঝাঁক তারকার এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকার খবর পাওয়া যাচ্ছে। এই হাই প্রোফাইল বিয়ের নাকি বিপুল খরচ! মিঞা-বিবির কেমন আয় সেটাও তো দেখতে হবে। এই জুটির আয়ের পরিমাণ জানেন?
২০১৯-এর ফোর্বস তালিকায় জায়গা করে নিয়েছিলেন ক্যাটরিনা। সে বছর নাকি তাঁর বার্ষিক আয় ছিল ২৩ কোটি ৬৩ লক্ষ টাকা। জানা গিয়েছে, ভিকির সে বছর বার্ষিক রোজগার ছিল ১০ কোটি ৪২ লক্ষ টাকা। যদিও ২০১৮-এ নাকি ক্যাটরিনার আয় আরও বেশি ছিল। বার্ষিক ৩৩ কোটি ৬৭ লক্ষ টাকা। সে কারণে ২০১৯-এর তালিকায় কিছুটা নীচে চলে যান অভিনেত্রী। উরি দ্যা সার্জিক্যাল স্ট্রাইক-এর সৌজন্যে ২০১৯ ভিকির ভালই গিয়েছে। মোস্ট সার্চড তালিকায় উঠে আসেন অভিনেতা। এ হেন ভিকি-ক্যাটরিনা বিয়েতে বিপুল খরচ করবেন, এটাই তো স্বাভাবিক।
সূত্রের খবর, গতকাল অর্থাৎ বুধবারই রাজস্থানের মাধোপুরে ভিকি-ক্যাটরিনার মেহেন্দির অনুষ্ঠান নাকি হয়ে গিয়েছে। আর সেখানেই উপস্থিত অতিথিরা ক্যাটরিনাকে ‘ভাবীজি’ বলে সম্বোধন করেন। তাতে নাকি লজ্জা পেয়ে যান অভিনেত্রী। নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র মারফত এই খবর পাওয়া গিয়েছে। সূত্রের খবর, লিলি, অর্কিড মিলিয়ে ভিকি-ক্যাটের মেহেন্দির জন্য নাকি ১০০ কিলো ফুলের অর্ডার দেওয়া হয়েছিল। দুর্গের ভিতর খোলা ময়দানে নাকি বিয়ে করবেন তাঁরা। অতিথিদের জন্য ইতিমধ্যেই সেখানে তাঁবুর ব্যবস্থা করা হয়েছে। গোটা এলাকা ফুল দিয়ে সাজানো হয়েছে। করোনা বিধি মেনে মাত্র ১২০ জন অতিথির ব্যবস্থা করা সম্ভব হয়েছে। এই জুটির বিয়ের কার্ড ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তবে তার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
ভিক্যাটের বিয়ে উপলক্ষে গত সোমবার থেকেই জয়পুর বিমানবন্দরে তারাদের মেলা। সিক্স সেন্স প্রাসাদ অর্থাৎ যেখানে বসতে চলেছে ভিক্যাটের বিয়ের আসর তা ইতিমধ্যেই সাজানো হয়েছে নিখুঁত দক্ষতায়। শোনা যাচ্ছে, বিদেশ থেকে এসে গিয়েছে ঝাড়বাতি। বিয়ের মন্ডপ নাকি সাজানো হবে কাচ দিয়ে। ঠিক যেন গোলকধাঁধা। কাচের আধিপত্যে আপনার চোখে ঝিলমিল লেগে যেতেই পারে। ইতিমধ্যেই আমন্ত্রিতদের দেওয়া হয়ে গিয়েছে বিশেষ ধরনের কোড। সুতরাং কোন ঘরে কোন অতিথি থাকছেন তা টের পাওয়া মুশকিল।
শোনা যাচ্ছে, ডিজিটাল দুনিয়ায় এক নামজাদা ওটিটি প্ল্যাটফর্ম নাকি ভিক্যাটের বিয়ের এক্সক্লুসিভ ছবি ও ভিডিয়ো তাঁদের প্ল্যাটফর্মে সরাসরি স্ট্রিম করার জন্য ওই জুটির কাছে ১০০ কোটি টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছে। শর্ত তারা ছাড়া আর কাউকেই ভিক্যাটের বিয়ের ছবি-ভিডিয়োর মালিকানা দেওয়া যাবে না। ফলে স্বনামধন্য ওটিটি প্ল্যাটফর্ম থেকে ভিক্যাটের বিয়ের লাইভ স্ট্রিমিং দেখার সৌভাগ্য আপনার হবে কিনা তা অবশ্য সময়ই বলবে।
আরও পড়ুন, Bollywood News: কখনও মদ্যপ, খারাপ মানুষের চরিত্রে অভিনয় করিনি, এগুলোও তো আমার অংশ: রত্না পাঠক শাহ