করণ জোহারের জন্মদিনের পার্টি বলে কথা, তাও আবার হাফ সেঞ্চুরি। ফলে পার্টি যে বেশ ঢালাও হবে তা নিয়ে কোনও দ্বিমত থাকার অবকাশ নেই। লাল থিমে রেডকার্পেটে একে একে সেলেবস্টারদের ভিড় জমতে থাকে সন্ধে থেকেই। পুরো একটা পাঁচতারা হোটেলই বুকিং করে নিয়েছিলেন করণ জোহার। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল তাঁর জন্মদিনের পরিকল্পনার নানা খুনিনাটি খবর। আর বুধবার সন্ধেবেলায় রাজকীয় সেই পার্টিতে একে একে সেলেবমহলের ঢল নামে। পাপরাজিৎদের ক্যামেরায় তা ফ্রেমবন্দিও হয় মুহূর্তে। আর করণের পার্টি, সেখানে উপস্থিত থাকবেন না মালাইকা, তা কি হয়!
না, সঙ্গে অর্জুন কাপুরের দেখা মিলল না। তবে মালাইকাকে দেখে মোটেও খুশি নন নেটিজ়েনরা। কারণ তাঁর পোশাক। বলিউডের ফ্যাশনিস্তাই কি না পোশাক নিয়ে রীতিমত নাজেহাল! অন্তর্বাস থেকে ঠিকরে বেরচ্ছে বক্ষযুগল, তার ওপর জ্যাকেট, নেই কোনও টপ, সঙ্গে হটপ্যান্টের ফ্যাশনে যেন বেশ কিছুটা বয়সের ছাপই পড়ল তাঁর চেহারায়। তবে কি মালাইকার মাধুরী হারাচ্ছে! সোশ্যাল মিডিয়ায় কেউ দিল বুড়ির তকমা, কেউ বলল থার্ড ক্লাস ফ্যাশন। কারুর কথায় তিনি টপ পরতে ভুলে গিয়েছেন, কেউ আবার বললেন মিউজিয়ামে রাখতে।
৫০ দরজায় দাঁড়িযে বারে বারে ফ্যাশন নিয়ে নয়া স্টেটমেন্ট দিতে দেখা গিয়েছে মালাইকাকে। তবে এদিনের পোশাকে স্পষ্ট তিনি নিজে বেশ কিছুটা অস্বস্তিতেই ভুগছেন। যা দেখা মাত্রই স্পষ্ট হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। আর সেই সুযোগই হাত ছাড়া করতে নারাজ নেট দুনিয়ার পাতা। ঝড়ের বেগে ভাইরাল হয়ে ওঠে ভিডিয়ো। সমালোচনার শিকার মালাইকা যদিও তাঁর এই আউট ফিটের ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেননি। তবে পাপরাজিৎদের দৌলতে তা ছড়িয়ে পড়েছে সর্বত্র। আর সেই ছবি নিয়েই এবার চরম ট্রোল মালাইকা আরোরা।