‘তুমি অন্য কারও সঙ্গে বেঁধো ঘর’– হ্যাঁ, ঠিক তাই-ই হয়েছে। মালাইকার অরোরার সঙ্গে বিচ্ছেদ, মাঝে বয়সে ২৩ বছরের ছোট নারীর সঙ্গে প্রেমের পর সম্প্রতি দ্বিতীয় বার বিয়ে করেছেন আরবাজ খান। তাঁর দ্বিতীয় স্ত্রী সুরহা খান পেশায় একজন মেকআপ আর্টিস্ট। বিয়ে করে একদিকে যখন দারুণ আনন্দে গোটা খানদান, ঠিক তখনই কষ্টে বুক ফেটে যাচ্ছে মালাইকার? কেন উঠছে এমন কথা?কারণ একটাই মালাইকার এক পোস্ট।
তিনি লিখেছেন, “আমি জেগে উঠলাম। দেখলাম পরবার জন্য পোশাক রয়েছে। দেখলাম জল রয়েছে। দেখলাম খাবার রয়েছে ..ব্যস্ত তাতেই আমি খুশি। ধন্যবাদ জানাতে চাই”। তাঁর ওই পোস্টটি এখন সামাজিক মাধ্যমে শেয়ার হচ্ছে ক্রমশ। নেটিজেনদের একটা বড় অংশের মতে, ওই পোস্ট নেহাতই পোস্ট নয়। অস্ফুটে যেন অনেক কিছুই বলে দিয়েছেন মাল্লা।
২০১৭ সালে বিচ্ছেদ হয়ে যায় মালাইকা ও অর্জুনের। ১৯৯৮ সালে বিয়ে করেছিলেন তাঁরা। মালাইকার সঙ্গে বিচ্ছেদের পর জর্জিয়ার সঙ্গে সম্পর্কে ছিলেন আরবাজ। কেটে গিয়েছে অনেকটা সময়। আজও কি কোথাও মালাইকার জীবনে জড়িয়ে রয়েছেন আরবাজ? নেটিজেনদের প্রশ্ন সেটাই।