বলিউডে কামব্যাক করছেন মন্দাকিণী

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Jul 16, 2021 | 7:33 PM

ইতিমধ্যেই বেশকিছু হিন্দি সিরিয়ালের অফার আসে তাঁর কাছে। কিন্তু সেই সব অফারকে ফিরিয়েছেন রাজ কাপুরের নায়িকা। মন্দাকিণীর ইচ্ছে এটাই, তিনি ছবিতে অভিনয় করতে চান। ওয়েব সিরিজ হলেও মন্দ হয় না।

বলিউডে কামব্যাক করছেন মন্দাকিণী
'রাম তেরি গঙ্গা মেইলি' ছবিতে মন্দাকিণী

Follow Us

ছবির নাম ‘রাম তেরি গঙ্গা মেইলি’। পরিচালক ছিলেন রাজ কাপুর। সেই ছবিতে অভিনয় করেই দর্শকের মনে পাকাপাকি জায়গা করে নিয়েছিলেন কটা চোখের এক সুন্দরী। নাম তাঁর মন্দাকিণী। কেবল অভিনয় নয়। সাহসী পোশাকে তাক লাগিয়েছিলেন এই উত্তর ভারতীয় রমণী। ৮০’র দশকে তোলপাড় করেছিল ঝর্ণার জলে স্নাত মন্দাকিণীর সাদা শাড়ি পরিহিত রূপ। সেই মিষ্টি গ্রামের মেয়ের চরিত্রে আজও মন্দাকিণী বহু পুরুষের স্বপ্নের মল্লিকা।

অনেকগুলো বছর ছবিতে অভিনয় করেননি মন্দাকিণী। একসময় গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা গিয়েছিল। কিন্তু সেই গুঞ্জনকে ফুৎকারে উড়িয়েছিলেন মন্দাকিণী। তারপর হঠাৎই সিলভার স্ক্রিন থেকে উধাও হয়ে যান তিনি। পরবর্তীকালে বিয়ে করেন ডাঃ কাগয়ুর রিনপোচে ঠাকুরকে। ২০০২ সালে একটি বাংলা ছবিতে অভিনয় করেন। সেই ছবিটির নাম ‘সে আমার প্রেম’। সেই শেষ। ২০০২ থেকে ২০২১, দীর্ঘ ১৯ বছর আর কোনও ছবিতে অভিনয় করেননি তিনি। অনেকে মনে করেছিলেন, বরাবরের মতো বলিউড ত্যাগ করেছেন মন্দাকিণী।

কিন্তু না। এখন শোনা যাচ্ছে, মন্দাকিণী কামব্যাক করতে চলেছেন তাঁর প্রথম প্রেমের কাছে। অর্থাৎ, অভিনয়ের কাছে। বহু পরিচালকের সঙ্গে ইতিমধ্যেই কথাবার্তা শুরু করেছেন। চিত্রনাট্যও পড়ছেন। বলি অন্দরের খবর, বড়সড় কামব্যাক করতে চলেছেন মন্দাকিণী। ইতিমধ্যেই বেশকিছু হিন্দি সিরিয়ালের অফার আসে তাঁর কাছে। কিন্তু সেই সব অফারকে ফিরিয়েছেন রাজ কাপুরের নায়িকা। মন্দাকিণীর ইচ্ছে এটাই, তিনি ছবিতে অভিনয় করতে চান। এমনকী, ওয়েব সিরিজ হলেও মন্দ হয় না।

আরও পড়ুনধর্ষণের অভিযোগ টি-সিরিজের মালিক ভূষণ কুমারের বিরুদ্ধে; মামলা দায়ের আইপিসি ৩৭৬ ধারায়

 

Next Article