শাহরুখের সঙ্গে তেমন কোনও ছবিতে দেখা যায়নি মনোজকে। কিন্তু তাঁরা দু’জনেই ভালো বন্ধু। শাহরুখের সাফল্য দেখে আনন্দিত হন তিনি, সম্প্রতি একটি সাক্ষাৎকারে এমনটাই বলেছেন তিনি। এক বন্ধুর জন্য আর এক বন্ধুর এমন প্রশংসা!
আর তার এই বক্তব্য শুনে নেটিজেনদের মধ্যে চর্চার অন্ত নেই। সকলেই মনে করছেন মনোজ এমনই একজন ভালো মনের মানুষ, তার দ্বারাই এসব সম্ভব। আগামী ২৩ তারিখ জি ফাইভে মুক্তি পাচ্ছে মনোজ বাজপেয়ীর ‘সির্ফ এক বান্দা কাফি হ্যায়’। বর্তমানে তার প্রচারেই ব্যস্ত মনোজ বাজপেয়ী। আর তারই মাঝে একটি সাক্ষাৎকারে বলিউড দুনিয়ায় শাহরুখের উত্থানের ভূয়সী প্রশংসা করেন মনোজ বাজপেয়ী।
সাক্ষাৎকারে মনোজ বলেন, ‘ঐ মানুষটা মাত্র ২৬ বছর বয়সে সব হারিয়েছিল। পরিবার হারিয়েছিল। তারপরেও নিজের চেষ্টায় আবার সে পরিবার তৈরি করেছে। যেভাবে শাহরুখ নিজের একটা পৃথক দুনিয়া তৈরি করেছে, সেটা দেখেও খুব আনন্দ হয়। নিজের জন্য সম্মান তৈরি করেছে, মানুষের ভালোবাসা পেয়েছেন। আবারও ঘুরে দাঁড়িয়েছেন শাহরুখ। ওকে আজ ঐ জায়গায় দেখে খুবই আনন্দ হয়।’ শাহরুখকে নিয়ে তার একাধিক স্মৃতি উঠে আসে কথায় কথায়। শাহরুখের সঙ্গে তার খুব কমই দেখা হয়। একসঙ্গে তারা প্রায় বছর দেড়েক কাজ করেছেন। কিন্তু আজও তার সাফল্য দেখলে মনোজের মন আনন্দে ভরে ওঠে। এমনকি গর্বও হয়। চলার পথ অনেকেরই সহজ হয় না, তবু বন্ধুকে যে তিনি আজও মনে রেখেছেন সেটাই মহত্বের পরিচয় দেয়।
কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে মনোজ বাজপেয়ী অভিনীত ‘সির্ফ এক বান্দা কাফি হ্যায়’ ছবিটি যেখানে ছবির নির্মাতাদের আইনি নোটিশ পাঠিয়েছিলেন আসারাম বাপু। পিসি সোলাঙ্কিকে মনে রেখে এই ছবির কাহিনি তৈরি হয়েছে। মনোজ বাজপেয়ীকে এখানে দেখা যাবে এক আইনজীবীর ভূমিকায়। অন্যদিকে ‘জওয়ান’ ছবির মুক্তি নিয়েও বেশ ডামাডোল চলছে। অবশেষে শাহরুখ নিজেই যদিও জানিয়েছেন যে আগামী ৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে আসতে চলেছে এই ছবিটি। ২ জুন থেকে বদলে ২৯ জুন। ফের ২৯ জুন থেকে বদলে ২ জুন। মুক্তির দিন নিয়ে তুমুল ধোঁয়াশা চলছিল এতদিন ধরে। এবার সব ধোঁয়াশা শেষ। মুক্তির অপেক্ষার দিন গুনছেন নেটিজেনরা।