
হিন্দি ছবির ‘প্যারালাল অ্য়াক্টর’দের অভিনয়ে যে ইরফান খান অন্য মাত্রা যোগ করেছেন, তা নিয়ে কোনও মতবিরোধ নেই। ইরফানের (Irfan Khan) সঙ্গেই এই তালিকায় রয়েছে আরও এক নাম। তিনি মনোজ বাজপেয়ী (Manoj Bajpayee)। প্রায় একই সময়, দু’জনেই দাপিয়ে বেড়িয়েছেন বলিউড ইন্ডাস্ট্রি। ইরফান এখন তারাদের দেশে। তবে তাঁর প্রতি কোনও হিংসে নেই নয়ের দশকের টেলিভিশন সিরিয়াল ‘স্বাভিমান’-এর অন্য়তম অভিনেতা তথা হালফিলের‘ফ্যামিলি ম্যান’ মনোজের। এ বিষয়ে কী বলছেন রামগোপাল ভার্মার ‘সত্যা’ ছবির ভিকু মাত্রে মনোজ?
প্রায় একই সময়ে বলিউডে কাজ করেছেন মনোজ ও ইরফান। তবে এক ফ্রেমে তাঁদের দু’দজনকে একসঙ্গে পায়নি দর্শক। ২০২০-তে বলিউডকে অভিভাবকহীন করে চলে গিয়েছেন সকলের প্রিয় ‘লাইফ ইন আ মেট্রো’-র মন্টি। তবে তাঁর উপর বিন্দুমাত্র হিংসে নেই মনোজের। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘মকবুল’ ছবির প্রসঙ্গে ইরফানের প্রসঙ্গ ওঠে। তখনই মনোজ জানান, ইরফানকে কেন্দ্র করে তাঁর কোনও হিংসে নেই। মনোজের কথায়, “আমি ইরফান খানকে ব্যক্তিগতভাবে চিনতাম না। আর আমাদের কাজের ধরনও সম্পূর্ণ আলাদা। তাই হিংসে করার প্রশ্নই আসছে না।” শুধু এই বলেই থেমে থাকেননি মনোজ। তিনি আরও যোগ করেন, “যদি হিংসে করতেই হয়, তাহলে শাহরুখকে করব।” শাহরুখ-মনোজ সম্পর্কের সমীকরণ অজানা নয় কারও। একই সঙ্গে দিল্লিতে কলেজজীবন থেকে বন্ধুত্ব মনোজ ও শাহরুখের। একে-অপরকে খুব কাছ থেকে দেখেছেন তাঁরা। বাদশাহের সঙ্গে একই বিড়িও টেনে এক সময় দিন কেটেছে, এমনটাই শোনা যায় মনোজের গলায়।
এক্ষেত্রে তাঁর বক্তব্য, “হিংসা তাঁর উপরই হওয়া উচিত, যাঁকে আমি চিনি। আমি আর ইরফান একে-অপরকে সম্মান করতাম।” কেরিয়ার নিয়ে একাধিক কথা শেয়ার করেছেন মনোজ। অনুরাগ কাশ্যপের সুপারহিট ছবি ‘গ্যাংস অফ ওয়াসেপুর’-ই তাঁর কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয়, এই সাক্ষাৎকারেই মনোজ নিজের মুখে স্বীকার করেছেন একথা। আর ওটিটিতে তাঁর কেরিয়ারের অন্য়তম বড় সাফল্য এনে দিয়েছে রাজ অ্যান্ড ডিকে-র ‘দ্য ফ্যামিলি ম্যান’। তবে তাঁর মতো অভিনেতারা বলিউডে সহজলভ্য, এই নিয়েও সম্প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেতা।