মনোজ বাজপেয়ীয়ের ভাল পারফরম্যান্সের মন্ত্র কী? জানালেন অভিনেতা

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Jul 16, 2021 | 11:06 PM

একসময় যাঁকে কাজে দিতে বিরত ছিল ইন্ডাস্ট্রি, তাঁকেই এখন আগলাতে চাইছে। কথায় আছে, দুনিয়া গোল, আজ যে রাজা কাল সে ফকির। মনোজ এখন সেই রাজার আসনে বিরাজমান!

মনোজ বাজপেয়ীয়ের ভাল পারফরম্যান্সের মন্ত্র কী? জানালেন অভিনেতা
'রে' অ্যান্থোলজি সিরিজে মনোজ বাজপেয়ী

Follow Us

তুখোড় অভিনেতা মনোজ বাজপেয়ী। তাঁর ভক্ত সংখ্যাও কম নয়। তারকাদের মধ্যেও অনেকে তাঁকে অনুুসরণ করেন। সেই তালিকায় আছেন আরও এক তুখোড় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। কপিল শর্মার শোয়ে এসে পঙ্কজ বলেছিলেন, তিনি মনোজ বাজপেয়ীয়ের একপাটি জুতে নিজের মাথায় ছোঁয়াতে চান। যাতে তাঁর মতো অভিনয় করতে পারেন। বারবার নিজের অভিনয়ে দিয়ে বাজিমাত করেছেন মনোজ। বারবার উদ্বুদ্ধ করেছেন অন্য অভিনেতাদেরও। কীভাবে নিজেকে এই জায়গায় নিয়ে এলেন তিনি? জানালেন নিজেই।

একসময় মনোজ ভাল কাজ পাচ্ছিলেন না ইন্ডাস্ট্রিতে। তাঁর তো আক্ষেপ ছিলই। সেই সঙ্গে আক্ষেপ ছিল তাঁর ভক্তদেরও। এই নিয়ে বিভিন্ন জায়গায় সমালোচনাও হয়েছে। অপবাদ দেওয়া হয়েছে ইন্ডাস্ট্রিকেই, যে মনোজের মতো ভাল অভিনেতারা সুযোগ পান না। কিন্তু ওটিটি প্ল্যাটফর্ম সেই ক্ষোভ ভুলিয়ে দিয়েছে। পরপর মনোজের বেশ কিছু ভালো কাজ ফের তাঁকে মধ্যমণী করে তুলেছে। সেই তালিকায় রয়েছে ‘দ্য ফ্যামিলি ম্যান’, ‘সিরিয়াস মেন অ্যান্ড সাইলেন্স…ক্যান ইউ হিয়ার ইট?’, ‘রে’।

এক সাক্ষাৎকারে মনোজ ব্যক্ত করেছেন তাঁর ভাল পারফরম্যান্সের রাজ়। জানিয়েছেন, ভাল কোনও চিত্রনাট্যের অংশ হতে পারা তার কাছে সুবর্ণ সুযোগ। স্ক্রিপ্ট বাছাইয়ের সময় তিনি কখনওই মাধ্যম দেখেন না। বড় পর্দা হোক কিংবা ওটিটি প্ল্যাটফর্ম, কোনও মাধ্যমের সঙ্গেই তিনি সমঝোতা করেন না। ভাল প্রজেক্ট হলে নিজের অস্তিত্ব সেখানে অনুভব করানোর চেষ্টা করেন। তিনি স্ক্রিপ্ট ও গল্প বাছাইয়ের ব্যাপারে ভীষণ খুঁতখুঁতে। ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজের সাফল্যের পর অনেক অফার আসছে মনোজের কাছে। কিন্তু তিনি বাছাই করছেন নিঁখুতভাবে।

একসময় যাঁকে কাজে দিতে বিরত ছিল ইন্ডাস্ট্রি, তাঁকেই এখন আগলাতে চাইছে। কথায় আছে, দুনিয়া গোল, আজ যে রাজা কাল সে ফকির। মনোজ এখন সেই রাজার আসনে বিরাজমান!

আরও পড়ুনবলিউডে কামব্যাক করছেন মন্দাকিণী

Next Article