‘পরের বার এমন পারফরম্যান্স চাই’, কেন এ কথা নীনাকে বললেন মাসাবা?
৮০-র দশকে ভিভ, নীনার প্রেম, সম্পর্ক নিয়ে উত্তাল ছিল ফিল্ম এবং ক্রিকেট মহল। তাঁরা সম্পর্কে জড়িয়েছিলেন। একে অপরকে ভালবেসেছিলেন। তাঁদের সন্তান মাসাবা।
তখন নীনা গুপ্তার অনেক অল্প বয়স। একটি প্রেশার কুকারের বিজ্ঞাপন করেছিলেন তিনি। এতদিন পরে সেই বিজ্ঞাপন ফের দর্শকের সঙ্গে শেয়ার করলেন নীনার কন্যা তথা অভিনেত্রী, ডিজাইনার মাসাবা গুপ্তা। শুধু তাই নয়, সে বিজ্ঞাপন নিয়ে মায়ের সঙ্গে মজা করতেও ছাড়েননি মাসাবা।
পুরনো বিজ্ঞাপনে একটি মজার জিঙ্গলের সঙ্গে পারফর্ম করছেন নীনা। সিল্কের শাড়ি, হালকা গয়নায় মানানসই সাজ। মাসাবা মজা করে লিখেছেন, ‘পরের বার যখন দুপুরে খাব, ঠিক এমন পারফরম্যান্সই দেখতে চাই’।
View this post on Instagram
৮০-র দশকে ভিভ, নীনার প্রেম, সম্পর্ক নিয়ে উত্তাল ছিল ফিল্ম এবং ক্রিকেট মহল। তাঁরা সম্পর্কে জড়িয়েছিলেন। একে অপরকে ভালবেসেছিলেন। তাঁদের সন্তান মাসাবা। কিন্তু কখনও বিবাহ বন্ধনে আবদ্ধ হননি ভিভ-নীনা। ভিভ পরে বিয়ে করেছিলেন মিরিয়মকে। অন্যদিকে পেশায় চাটার্ড অ্যাকাউন্টেন্ট বিবেক মেহেরাকে বিয়ে করেন নীনা। আগাগোড়া মেয়েকে নিজের কাছে রেখে বড় করেছেন নীনা।
মাসাবা বড় হয়ে পেশা হিসেবে ফ্যাশন ডিজাইনিংকে বেছে নেন। তাঁর নিজস্ব ব্র্যান্ড রয়েছে। মায়ের কাছে বড় হলেও বাবার সঙ্গে যোগাযোগ রয়েছে মাসাবার। তাঁর বড় হওয়ার নেপথ্যে মায়ের প্রত্যক্ষ প্রভাব ছিল বটে, তবে বাবার পরোক্ষ প্রভাবের কথা কখনও অস্বীকার করেন না তিনি।
আরও পড়ুন, নিজেকে খুঁজতে গিয়ে সব হারানোর গল্প নিয়ে ফিরছেন সুস্মিতা