নিজেকে খুঁজতে গিয়ে সব হারানোর গল্প নিয়ে ফিরছেন সুস্মিতা

‘আরিয়া’র মাধ্যমে গত বছর ওয়েব ডেবিউ করেন সুস্মিতা। এই ওয়েব সিরিজে তাঁর অভিনয় দর্শক মহলে প্রশংসা আদায় করে নিয়েছিল।

নিজেকে খুঁজতে গিয়ে সব হারানোর গল্প নিয়ে ফিরছেন সুস্মিতা
সুস্মিতা সেন। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 19, 2021 | 8:36 PM

নিজেকে খুঁজছিল সে। নিজেকে খোঁজার লড়াই ছিল তার। আর নিজেকে খুঁজতে গিয়ে সে সব কিছু হারিয়ে ফেলেছিল। সে অর্থাৎ ‘আরিয়া’। সে অর্থাৎ অভিনেত্রী সুস্মিতা সেন। ‘আরিয়া’র মাধ্যমে ওয়েব ডেবিউ করেছিলেন নায়িকা। তারই এক বছর পূর্ণ হল।

এক বছর আগে ‘আরিয়া’র জার্নির কথা ভেবে নস্ট্যালজিক হয়েছেন সুস্মিতা। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ছবি। দর্শক যেভাবে ‘আরিয়া’কে গ্রহণ করেছিলেন, তার জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি। একই সঙ্গে দ্বিতীয় সিজন নিয়ে খুব তাড়াতাড়ি গোটা টিম আসছে, সে বার্তাও সোশ্যাল ওয়ালেই দিয়েছেন সুস্মিতা।

‘আরিয়া’র মাধ্যমে গত বছর ওয়েব ডেবিউ করেন সুস্মিতা। এই ওয়েব সিরিজে তাঁর অভিনয় দর্শক মহলে প্রশংসা আদায় করে নিয়েছিল। এখন কেরিয়ারের যে পর্যায়ে সুস্মিতা পৌঁছেছেন, সেখানে অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নেন। ডেবিউ হিসেবে ‘আরিয়া’র চিত্রনাট্য বেছে নেওয়ার ক্ষেত্রেও সময় নিয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। আর সে সিদ্ধান্ত যে সঠিক, তার প্রমাণ হিসেবে ‘আরিয়া’তে অভিনয়ের জন্য কিছুদিন আগেই সেরা অভিনেত্রীর ‘ফিল্ম ফেয়ার ওটিটি ২০২০’ অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি।

শোনা গিয়েছিল, প্রথম সিজনের সাফল্যের পর সুস্মিতা নাকি এতটাই পারিশ্রমিক বাড়িয়েছিলেন, যে তাঁকে নিয়ে দ্বিতীয় সিজন শুট করা হবে কি না, তা নিয়ে প্রযোজনা সংস্থা সিদ্ধান্ত নিতে সময় নিয়েছিল। সেই সংক্রান্ত বাধা কাটিয়ে সুস্মিতাই ফের দ্বিতীয় সিজনে ফিরছেন। জয়পুরে ‘আরিয়া’র দ্বিতীয় সিজনের অনেকটা অংশের শুটিংও হয়ে গিয়েছে বলে খবর।

আরও পড়ুন, কাজলের কাছে হিংসুটের মতো আবদার করলেন বোন নিশা!