West Bengal Weather: মেয়াদ ফুরাল শীতের? বড় দিনের আগেই ‘বড় খবর’ দিল হাওয়া অফিস
West Bengal, Kolkata Weather Report: শীতের ভরা মরসুমে দার্জিলিঙে পারদ নেমেছিল ৫ ডিগ্রি সেলসিয়াসে। উত্তরবঙ্গেও মোটের উপর আবহাওয়া ছিল একই রকম। কিন্তু সবটাই এবার বদলে যেতে চলেছে। হাওয়া অফিস জানিয়েছে, বড় দিনে দার্জিলিঙের পারদ বাড়তে চলেছে এক ডিগ্রি। তবে এই পূর্বাভাস চূড়ান্ত নয়, অনুমান মাত্র। অবশ্য, একটা ভাল খবরও দিয়েছেন আবহবিদরা।

কলকাতা: বড়দিনে নিরাশ হবে বাঙালি? আবহাওয়ার ‘মুড সুয়িং’ বদলে দেবে শীতের ভবিষ্যৎ? কী বলছে হাওয়া অফিস? শনিবার কলকাতা-সহ গোটা বাংলা ঢেকে গিয়েছিল কুয়াশার চাদরে। বেলা বাড়লেও চাদর সরছিল না।
কিন্তু আচমকাই ঠান্ডা বাড়ার কারণটাই বা কী? শীতের শুরু থেকেই উত্তর-পশ্চিম ভারতে তৈরি পশ্চিমী ঝঞ্ঝার কথা জানিয়েছিল হাওয়া অফিস। আবহবিদদের অনুমান ছিল, হিমেল হাওয়ার পথে কাঁটার মতো বিঁধে রয়েছে এই ঝঞ্ঝা। যার জেরে পঞ্জাব থেকে বাংলা পর্যন্ত কুয়াশা বলয় তৈরি হয়েছিল। অবশ্য এই ঝঞ্ঝা এবার সরে যাওয়ার সময় হয়েছে বলেই জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। ফলত বেলাশেষে বেড়েছে শীতল হাওয়ার দাপট। যা দেখা যাবে বড় দিনেও।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বড় দিনের সময় রাতে ঠান্ডার পরিমাণ সামান্য বাড়তে পারে। তবে পারদের ওঠা-নামায় যে বিরাট ফারাক দেখা যাবে এমনটা নয়। কলকাতার ক্ষেত্রে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পারদ থাকার সম্ভবনা সর্বাধিক। পশ্চিমাঞ্চলের পারদ থাকতে পারে ১০-১১ ডিগ্রির ঘরে।
পাহাড়ে ‘মন খারাপ’
দক্ষিণবঙ্গের মানুষ সামান্য মাত্রায় ঠান্ডা উপভোগ করলেও, পাহাড়ে এখন মন খারাপের পালা। শীতের ভরা মরসুমে দার্জিলিঙে পারদ নেমেছিল ৫ ডিগ্রি সেলসিয়াসে। উত্তরবঙ্গেও মোটের উপর আবহাওয়া ছিল একই রকম। কিন্তু সবটাই এবার বদলে যেতে চলেছে। হাওয়া অফিস জানিয়েছে, বড় দিনে দার্জিলিঙের পারদ বাড়তে চলেছে এক ডিগ্রি। তবে এই পূর্বাভাস চূড়ান্ত নয়, অনুমান মাত্র। অবশ্য, একটা ভাল খবরও দিয়েছেন আবহবিদরা। শীতের ‘ইনিংস’ আরও একটু বাড়বে বলেই জানিয়েছেন তাঁরা। স্বাভাবিক ভাবেই বড় দিন মানে শীতের বিদায়বেলা। তবে এই বছর বড় দিনের পরেও দু-তিনদিন থাকবে ঠান্ডা।
