Indians Duped into Russian Army: গুজরাটের সাহিল রাতারাতি হয়ে গেল রাশিয়ান সেনা! অভিজ্ঞতা শুনলে শিউরে উঠবেন…
Russia-Ukraine War: গুজরাটের মোরবির বাসিন্দা সাহিল মহম্মদ হোসেন। ২০২৪ সালে স্টুডেন্ট ভিসায় রাশিয়ায় পড়তে গিয়েছিল। পড়াশোনার ফাঁকে অর্থ যোগানের জন্য একটি কুরিয়ার ফার্মে কাজ করত পার্ট টাইমে। সেখানেই আর্থিক টানাটানির মধ্যে কয়েকজন রাশিয়ান যুবকের সঙ্গে তাঁর পরিচয় হয়, যারা সাহায্য করবে বলেছিল

আহমেদাবাদ: বিদেশে গিয়ে উচ্চশিক্ষার স্বপ্ন, সেই স্বপ্নই যে বিভীষিকায় পরিণত হবে, তা কে জানত? গুজরাটের যুবক স্টুডেন্ট ভিসায় রাশিয়ায় পড়তে গিয়ে হয়ে গেল রাশিয়ান সেনা(Russian Army)! কোনওভাবে একটি ভিডিয়ো করে ওই যুবক। তাতে সকলের কাছে অনুরোধ জানিয়েছে যে তাঁর মতো অন্য কেউ যেন ভুল করেও এই ফাঁদে পা না দেয়। ভারত সরকারের কাছে আবেদন জানিয়েছে তাঁকে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য।
গুজরাটের মোরবির বাসিন্দা সাহিল মহম্মদ হোসেন। ২০২৪ সালে স্টুডেন্ট ভিসায় রাশিয়ায় পড়তে গিয়েছিল। পড়াশোনার ফাঁকে অর্থ যোগানের জন্য একটি কুরিয়ার ফার্মে কাজ করত পার্ট টাইমে। সেখানেই আর্থিক টানাটানির মধ্যে কয়েকজন রাশিয়ান যুবকের সঙ্গে তাঁর পরিচয় হয়, যারা সাহায্য করবে বলেছিল। পরে জানা যায়, এরা সকলে মাদক পাচারের সঙ্গে যুক্ত। এরপরই শুরু হয় পুলিশের ব্ল্যাকমেইল। যুবককে মিথ্যা মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়েই জোর করে যোগ দেওয়ানো হয় রাশিয়ার সেনাবাহিনীতে। ১৫ দিনের প্রশিক্ষণ দিয়েই পাঠিয়ে দেওয়া হয় ইউক্রেনে যুদ্ধ করতে।
যুদ্ধক্ষেত্রে গিয়ে সাহিল নিজেই ইউক্রেনের সেনার কাছে আত্মসমর্পণ করে। ধরা পড়ার পর এই ভিডিয়ো করে সাহিল। তা শেয়ার করেছে ইউক্রেন প্রশাসন। পাঠানো হয় তাঁর পরিবারের কাছে। ভিডিয়োয় যুবক দাবি করেছে, রাশিয়ার পুলিশ তাঁকে মিথ্যা মাদক মামলায় ফাঁসিয়ে দেয়। তাঁকে বলা হয়েছিল যে রাশিয়ান সেনায় যোগ দিলে ওই মামলা তুলে নেওয়া হবে। ভিডিয়োয় যুবক অনুরোধ করে বলে, “সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতে গিয়েছিলেন। আমি সরকারকে অনুরোধ করছি, আমার নিরাপদ ভাবে ফেরার জন্য পুতিনের সঙ্গে কথা বলুন।”
সাহিলের মা ইতিমধ্যেই দিল্লি আদালতে পিটিশন দাখিল করেছে। আগামী ফেব্রুয়ারি মাসে শুনানি হবে। এদিকে, গত ৫ ডিসেম্বর ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রিও জানিয়েছেন যে রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দেওয়া ভারতীয়দের ফিরিয়ে আনার চেষ্টা চলছে। প্রধানমন্ত্রী মোদীও প্রেসিডেন্ট পুতিনের কাছে এই বিষয়টি তুলে ধরেছিলেন। যারা রাশিয়া যাচ্ছেন, তারাও যেন এই বিষয়ে সতর্ক থাকেন, কোনও ফাঁদে পা না দেন।
