কাজলের কাছে হিংসুটের মতো আবদার করলেন বোন নিশা!

Kajal Aggarwal Birthday: জন্মদিনে প্রিয়জন, ইন্ডাস্ট্রির সতীর্থরা কাজলকে শুভেচ্ছা জানাচ্ছেন। কিন্তু কাজলের বোন নিশা আগরওয়াল তাঁর কাছে নাকি হিংসুটের মতো একটা আবদার করে বসলেন!

কাজলের কাছে হিংসুটের মতো আবদার করলেন বোন নিশা!
কাজল এবং নিশা।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 19, 2021 | 8:15 PM

অভিনয় তো বটেই, ব্যক্তি জীবনের বিভিন্ন কারণেই প্রায়ই শিরোনামে জায়গা করে নেন অভিনেত্রী কাজল আগরওয়াল। আজ তিনি বার্থ ডে গার্ল। ৩৬ বছর বয়স হল কাজলের। দিন কয়েক আগে ব্যবসায়ী গৌতম কিচলুকে বিয়ে করেছেন তিনি। জন্মদিনে প্রিয়জন, ইন্ডাস্ট্রির সতীর্থরা কাজলকে শুভেচ্ছা জানাচ্ছেন। কিন্তু কাজলের বোন নিশা আগরওয়াল তাঁর কাছে নাকি হিংসুটের মতো একটা আবদার করে বসলেন!

এক সাক্ষাৎকারে নিশা জানিয়েছেন, কাজল দ্রুত মা হওয়ার সিদ্ধান্ত নিক, এটাই তাঁর একমাত্র চাওয়া। তাঁর ছেলের বয়স তিন বছর। কাজলের সন্তান হতে দেরি হলে তাঁর ছেলের সঙ্গে বয়সের পার্থক্য তৈরি হয়ে যাবে। সেটা নাকি নিশা একেবারেই চান না।

নিশার কথায়, “কাজলের বিয়ের পর আমার ছেলে ঈশান ওকে খুব মিস করে। কারণ কাজল ওর মাসি তো নয়, মায়ের থেকেও বেশি। আমি না থাকলে ঈশান কাজলের কাছেই থাকত। আমি চাই ওর দ্রুত সন্তান হোক। সে ঈশানের সঙ্গে সময় কাটাতে পারবে। ঈশানের তিন বছর বয়স হল। বেশি দেরি করলে ঈশানের সঙ্গে বয়সের পার্থক্য তৈরি হবে, সেটা ভাল নয়।”

কাজলের মতোই নিশাও ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেরিয়ার তৈরি করতে চান। আর এতে নাকি সম্পূর্ণ সমর্থন রয়েছে কাজলের। তিনি বোনকে নানা ভাবে সাহায্যও করছেন। তবে নিশা নিজেকে নিউ কামার হিসেবেই ট্রিট করতে চান। কাজল তাঁর কাছে সুপারস্টার।

আরও পড়ুন, প্যানডেমিক পরিস্থিতি স্বাভাবিক হলে প্রথম কী করতে চান অভিষেক?