West Bengal News Today Live: ভোটের আগে উন্নয়ন বন্ধ করতে SIR! বিস্ফোরক মমতা
Breaking News in Bengali Live Updates: আজ থেকে মাইক্রো অবজার্ভার নিয়োগ করতে চলেছে নির্বাচন কমিশন। আগামী বুধবার নজরুল মঞ্চে প্রশিক্ষণ হবে সেই মাইক্রো অবজার্ভারদের। সূত্রের খবর, বাংলার এসআইআর শুনানির জন্য মোট তিন হাজারের বেশি মাইক্রো অবজার্ভার নিয়োগ করতে চলেছে নির্বাচন কমিশন।

LIVE NEWS & UPDATES
-
আমার বাবা-মায়ের জন্ম শংসাপত্র দিতে পারব না: মমতা
মমতা: আমার বাবা-মায়ের জন্ম শংসাপত্র চাইলে দিতে পারব না। ওনারা তো বাড়িতে হয়েছিলেন, হাসপাতালে নয়। মোদী-শাহের কাছে চাইলে ওরা দিতে পারবেন? ভুয়ো শংসাপত্র দেবেন। আমরা ফেক বানাই না, বড় দিন আসছে, কেক বানাই।
-
কমিশনের ‘ভুলের’ তালিকা
- কোনও মহিলা বিয়ে করেছেন, কিন্তু পদবি বদলাননি। কমিশন এমন একাধিক মহিলা ভোটারের নাম বাদ দিয়েছে বলে অভিযোগ মমতার।
- নাম নিয়েও বিভ্রাট তৈরির অভিযোগ মমতার। তার দাবি, ‘ইংরেজিতে নামটা অন্য শোনাচ্ছে, কিন্তু বাংলায় অন্য়। কিন্তু সেই বিভ্রাটের জন্য নাম বাদ দেওয়া হয়েছে।’
- রাজ্য জুড়ে ভুল ম্যাপিংয়ের অভিযোগ মমতার। তাঁর দাবি, ‘সম্পূর্ণ ভুল ম্যাপিং হয়েছে। ২০০২ সালের পর যে পুনর্বিন্যাস হয়েছিল, সেটা কি এসআইআর-এ ধরা হয়েছিল? একটি ভোটারের নাম ২০০২ সালে অন্য ঠিকানায় ছিল, কিন্তু পুনর্বিন্যাসের পর ওয়ার্ড বদলেছে ঠিকানাও বদলেছে।’
- বিএলওদের দোষ নেই। কমিশনকে দুষে ৪৬টি ‘প্রাণ নেওয়ার’ অভিযোগ তুললেন মমতা।
-
-
বিজেপির বিরুদ্ধে তোপ
মমতা: কলকাতা জেলা আগে অন্যরকম ছিল। আগে ১০১টি ওয়ার্ড ছিল, ১৪৪টি ওয়ার্ড রয়েছে। কারণ ২০০৯ সালে আসন পুনর্বিন্যাস হয়েছিল। গোটা এসআইআর প্রক্রিয়াটাই অপরিকল্পিত। চাইলে আমার গলাও কেটে দিতে পারেন, তাও আমি মানুষের কথা বলবই।
-
উন্নয়ন বন্ধ!
মমতা: গায়ের জোরে যে কাজ করতে দু’বছর করতে লাগে, সেটা দু’মাসে করতে হবে? যাতে সরকারে আগের ছয় মাস কোনও উন্নয়ন মূলক কাজ করতে না পারে?
-
গণতন্ত্রকে ধ্বংস করতে চায়
- নির্বাচনের দু’মাস আগে মানুষের গণতন্ত্র কেড়ে নেওয়ার চক্র।
- ইতিমধ্যে ৪৬ জন মারা গিয়েছেন।
- মতুয়াদের ভোট কেড়ে নেওয়া হচ্ছে, আদিবাসীদের ভোট কেড়ে নেওয়া হচ্ছে।
- কেন্দ্রীয় এজেন্সির অনেকেও বিএলও হয়েছেন, এটা এই প্রথম
-
-
নেতাজি ইন্ডোরে মমতা
বিএলএ দের নিয়ে বৈঠকে তৃণমূল সুপ্রিমো।
নেতাজি ইনডোর স্টেডিয়ামে শুরু হল এই বৈঠক।
মূলত শহর কলকাতা ও সংলগ্ন জেলা থেকে এলেন প্রতিনিধিরা।
সূত্রের খবর, কলকাতা ও সংলগ্ন অঞ্চলের ৪০ টি বিধানসভার বিএলএ উপস্থিত হয়েছেন মমতার ডাকে।
-
খসড়া তালিকা বেরতেই ‘নিখোঁজ’ পিসি
পশ্চিম বর্ধমান জেলার বারাবনি বিধানসভার সালানপুর ব্লকের মাজি পাড়ার বাসিন্দা ভীমচন্দ্র মণ্ডল। বয়স ওই ৭০-এর গোড়ায়। সম্প্রতি খসড়া তালিকা প্রকাশের পর তিনি নিজের নাম খুঁজে পেয়েছেন এএসডি বা বাদ পড়াদের তালিকায়। তাঁর নামের পাশে লেখা রয়েছে মৃত।
একই বাড়িতে থাকেন তাঁর দিদি, বছর ৮৮-এর সারথী মণ্ডল। তিনি বাড়িতেই রয়েছেন। কিন্তু এসআইআর-এ প্রকাশিত খসড়া বাদের তালিকা অনুযায়ী আপাতত নিখোঁজ। আর এই দেখেই মাথায় হাত গোটা পরিবারের।
-
-
হুমায়ুনের নতুন দলের নাম জনতা উন্নয়ন পার্টি?
- আজ নতুন দলের ঘোষণা করবেন তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবীর।
- সূত্রের খবর, তাঁর দলের নাম হচ্ছে “জনতা উন্নয়ন পার্টি”।
- মির্জাপুর থেকে নতুন দলের ঘোষণা করা হবে।
- পাঁচজন প্রার্থীর নামও ঘোষণা করবেন, এমনটাই সূত্রের খবর।
- সূত্রের খবর, নিজের নতুন দলের জন্য টেবিল প্রতীক চিহ্নই নির্বাচন কমিশনের কাছে চাইবেন। সেই প্রতীক না পেলে দ্বিতীয় পছন্দ জোড়া গোলাপ।
-
বিএলও অ্য়াপে নতুন সংযোজন
বিএলও অ্যাপে নতুন সংযোজন।
শুনানি নোটিশ যে ভোটারের কাছে পৌঁছেছে তা নিশ্চিত করার জন্য দেওয়া হয়েছে নতুন অপশন।
সংশ্লিষ্ট ভোটার শুনানিতে আসুক বা না আসুক তাঁকে যে ডাকা হয়েছিল সেই বিষয়টি নিশ্চিত করতেই এই নতুন অপশন চালু করল নির্বাচন কমিশন।
কলকাতা: সপ্তাহের প্রথম দিন শুরু হল নিয়োগপ্রক্রিয়া দিয়েই। আজ থেকে মাইক্রো অবজার্ভার নিয়োগ করতে চলেছে নির্বাচন কমিশন। আগামী বুধবার নজরুল মঞ্চে প্রশিক্ষণ হবে সেই মাইক্রো অবজার্ভারদের। সূত্রের খবর, বাংলার এসআইআর শুনানির জন্য মোট তিন হাজারের বেশি মাইক্রো অবজার্ভার নিয়োগ করতে চলেছে নির্বাচন কমিশন। বিধানসভা পিছু শুনানি টেবিলে বসানো হবে ১১ জন মাইক্রো অবজার্ভারকে। প্রতিদিন ডাকা হবে ১০০ জন ভোটারকে।
Published On - Dec 22,2025 10:48 AM
