AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘ভালোবাসতে না পারো, বিরক্ত করো না’, শানুর বিরুদ্ধে বিস্ফোরক প্রাক্তন স্ত্রী

এক সাক্ষাৎকারে রীতা বলেন, “আমি স্তম্ভিত। তিনি তাঁর তিনজন প্রাপ্তবয়স্ক ছেলের মায়ের বিরুদ্ধে মামলা করছেন। যে কাগজপত্র তিনি আমাকে পাঠিয়েছেন, তাতে  ৫০ কোটি টাকা দাবি করা হয়েছে। শানু কীভাবে ভাবছেন যে আমার কাছে এত টাকা আছে, আমি জানি না। এটা সত্যিই খুব দুঃখজনক।”

'ভালোবাসতে না পারো, বিরক্ত করো না', শানুর বিরুদ্ধে বিস্ফোরক প্রাক্তন স্ত্রী
| Edited By: | Updated on: Dec 22, 2025 | 9:44 AM
Share

গায়ক কুমার শানু তাঁর প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্যের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন। তাঁর অভিযোগ, রীতার মন্তব্যের ফলে তাঁর সুনাম ক্ষুণ্ণ হয়েছে। এদিকে নোটিস পাওয়ার বিষয়ে মুখ খুলেছেন রীতা এবং জানিয়েছেন, কিছু প্রতিবেদনে যে ৩০ লক্ষ টাকার কথা বলা হয়েছে তা নয়, শানু তাঁর কাছে ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন। এক সাক্ষাৎকারে রীতা বলেন, “আমি স্তম্ভিত। তিনি তাঁর তিনজন প্রাপ্তবয়স্ক ছেলের মায়ের বিরুদ্ধে মামলা করছেন। যে কাগজপত্র তিনি আমাকে পাঠিয়েছেন, তাতে  ৫০ কোটি টাকা দাবি করা হয়েছে। শানু কীভাবে ভাবছেন যে আমার কাছে এত টাকা আছে, আমি জানি না। এটা সত্যিই খুব দুঃখজনক।”

১৯৯৪ সালে শানু ও রীতার বিচ্ছেদ হয়। তাঁদের তিনজন ছেলে রয়েছে, যাদের মধ্যে কনিষ্ঠটির বয়স ৩১ বছর। রীতা আরও বলেন, এই আইনি টানাপোড়েন তাঁদের জীবনকেও প্রভাবিত করছে। “আমি তাঁকে আদালতেই দেখব। আর আমি শানুর কাছে হাতজোড় করে অনুরোধ করব—অন্তত একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করো এবং আমার তিন সন্তানের বাবা হিসেবে দায়িত্ব নাও। যদি আমাদের ভালোবাসতে না পারো, অন্তত আমাদের বিরক্ত করো না এবং আর হয়রানি করো না,” তিনি যোগ করেন।

চলতি সপ্তাহের শুরুতেই কুমার শানু বম্বে হাই কোর্টে রীতার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন। তাঁর অভিযোগ, রীতার সাম্প্রতিক সাক্ষাৎকার এবং সোশ্যাল মিডিয়ায় করা মন্তব্য তাঁর সুনাম নষ্ট করেছে। একটা সাক্ষাৎকারে রীতা অভিযোগ করেছিলেন যে, গর্ভাবস্থার সময় শানু তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন, তাঁকে খাবার থেকে বঞ্চিত করেছিলেন এবং চিকিৎসার সুযোগও দেননি। শানুর আইনি দল এই অভিযোগগুলিকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে। মামলায় আরও বলা হয়েছে যে, ২০০১ সালে তাঁদের বিবাহবিচ্ছেদের চুক্তিতে উল্লেখ ছিল—কোনও পক্ষই অপর পক্ষের বিরুদ্ধে অভিযোগ করবে না, এবং রীতা সেই চুক্তি ভঙ্গ করেছেন। ১৯৮৬ সালে রীতা ও শানুর বিয়ে হয়, তবে সাত বছর পরই তাঁরা আলাদা হয়ে যান। তাঁদের বিবাহবিচ্ছেদ ২০০১ সালে চূড়ান্ত হয়।