AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh: ভারতের কড়া জবাব, এ দেশে ঢোকা বন্ধ হয়ে গেল বাংলাদেশিদের

India-Bangladesh: বিক্ষোভ দেখানো হচ্ছে বাংলাদেশে হাই কমিশনের বাইরে, এমনকী সেখান থেকে দাঁড়িয়ে পরেরবার হাই কমিশনের ভিতরে ঢুকে ভাঙচুরের হুমকিও দিয়েছে মৌলবাদী নেতারা। নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে দেখেছে পুলিশ। এইসবের পরই কঠোর সিদ্ধান্ত নিল ভারত সরকার। 

Bangladesh: ভারতের কড়া জবাব, এ দেশে ঢোকা বন্ধ হয়ে গেল বাংলাদেশিদের
উত্তপ্ত বাংলাদেশ।Image Credit: PTI
| Updated on: Dec 22, 2025 | 8:03 AM
Share

ঢাকা: সেই যে ২০২৪ সালের জুলাই-অগস্ট মাস থেকে আন্দোলন-হিংসার আগুনে জ্বলছে বাংলাদেশ (Bangladesh), তা আর নেভার নামই করছে না। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্য়ুর খবরে নতুন করে আগুন জ্বলেছে বাংলাদেশে। সেই সঙ্গেই ভারতের সঙ্গে সম্পর্কের অবনতিও হচ্ছে, কারণ ওপারের মৌলবাদী নেতারা ক্রমাগত ভারত বিরোধী মন্তব্য করে যাচ্ছেন, হুমকি দিচ্ছেন সেভেন সিস্টার্স দখল করার। বিক্ষোভ দেখানো হচ্ছে বাংলাদেশে হাই কমিশনের বাইরে, এমনকী সেখান থেকে দাঁড়িয়ে পরেরবার হাই কমিশনের ভিতরে ঢুকে ভাঙচুরের হুমকিও দিয়েছে মৌলবাদী নেতারা। নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে দেখেছে পুলিশ। এইসবের পরই কঠোর সিদ্ধান্ত নিল ভারত সরকার।

অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রামে ভারতের ভিসা অফিস বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রামে ভারতের অ্যাসিস্টেন্ট হাই কমিশনে হামলার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিরাপত্তা বাহিনী থাকা সত্ত্বেও একদল উত্তেজিত জনতা হাই কমিশনে ঢোকার চেষ্টা করে এবং বাধা পেলে হাই কমিশন লক্ষ্য় করে ইট-পাথর ছোড়ে।

এরপরই কেন্দ্রের তরফে ওয়েবসাইটে আপডেট দিয়ে জানানো হয়েছে, “চট্টগ্রামে ভারতের অ্যাসিস্টেন্ট হাই কমিশনে সাম্প্রতিক নিরাপত্তা সংক্রান্ত ঘটনার পর চট্টগ্রামে ভারতের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার পরবর্তী নোটিস না আসা পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করে তারপর ভিসা সেন্টার কবে খোলা হবে, সেই সিদ্ধান্ত নেওয়া হবে।”

এর আগে ঢাকা, খুলনা ও রাজশাহীতেও ভিসা সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে, ভারত ভিসা বন্ধ করতেই একাংশ বাংলাদেশি ক্ষুব্ধ। চিকিৎসার জন্য ও অন্যান্য প্রয়োজনে যারা ভারতে আসছিল বা আসবে বলে পরিকল্পনা করেছিল, তারা মহা ফাঁপরে পড়েছে।