মাসাবার জন্মের আগে মাত্র দু’হাজার টাকা ছিল নীনার সম্বল!
পেঙ্গুইন ইন্ডিয়া প্রকাশনা সংস্থার তরফে প্রকাশিত হতে চলেছে বইটি। প্রকাশনা সংস্থার তরফে সংবাদ মাধ্যমে জানানো হয়, নীনা তাঁর প্রেগন্যান্সি, একা মায়ের জার্নি, ন্যাশনাল স্কুল অব ড্রামার ছাত্রীর বলিউডের সফল সেকেন্ড ইনিংসের কথা এই বইতে লিখেছেন।
নীনা গুপ্তা (Neena Gupta)। সাহসের নাম। লড়াইয়ের নাম। একা হাতে কন্যা মাসাবাকে (Masaba Gupta) বড় করেছেন। বলিউডে (Bollywood) টিকে থাকতে স্ট্রাগল করেছেন। মাসাবার জন্মের আগে মাত্র দু’হাজার টাকা ছিল নীনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। সন্তান জন্ম দেওয়ার খরচটুকুও বহন করার সাধ্য তাঁর ছিল না। নিজের জীবনের অজানা গল্প এ বার দুই মলাটে বন্দি। সৌজন্যে নীনার আত্মজীবনী ‘সচ কহু তো’। তারই একটি অংশ সোশ্যাল ওয়ালে শেয়ার করেছেন মাসাবা। তুলে ধরেছেন, মায়ের স্ট্রাগলের কথা।
মাসাবা লিখেছেন, ‘আমার জন্মের আগে মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু’হাজার টাকা ছিল। আমার জন্মের ঠিক আগে ট্যাক্স রিইমবার্সমেন্ট হয়ে হঠাৎই নয় হাজার টাকা এসেছিল। সব মিলিয়ে ১২ হাজার টাকা ছিল মায়ের সম্বল। আমি সি-সেকশন বেবি। সি-সেকশনের খরচ কীভাবে দেবে, তা নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিল মা। মায়ের আত্মজীবনী পড়ে এমন আরও কত স্ট্রাগলের কথা জানতে পেরেছি। প্রতিটা দিন আমি পরিশ্রম করি, যাতে আমাকে পৃথিবীতে নিয়ে আসার জন্য এখন মাকে কিছু ফিরিয়ে দিতে পারি।’
View this post on Instagram
পেঙ্গুইন ইন্ডিয়া প্রকাশনা সংস্থার তরফে প্রকাশিত হতে চলেছে বইটি। প্রকাশনা সংস্থার তরফে সংবাদ মাধ্যমে জানানো হয়, নীনা তাঁর প্রেগন্যান্সি, একা মায়ের জার্নি, ন্যাশনাল স্কুল অব ড্রামার ছাত্রীর বলিউডের সফল সেকেন্ড ইনিংসের কথা এই বইতে লিখেছেন।
৮০-র দশকে ভিভ, নীনার প্রেম, সম্পর্ক নিয়ে উত্তাল ছিল ফিল্ম এবং ক্রিকেট মহল। তাঁরা সম্পর্কে জড়িয়েছিলেন। একে অপরকে ভালবেসেছিলেন। তাঁদের সন্তান মাসাবা। কিন্তু কখনও বিবাহ বন্ধনে আবদ্ধ হননি ভিভ-নীনা। ভিভ পরে বিয়ে করেছিলেন মিরিয়মকে। অন্যদিকে পেশায় চাটার্ড অ্যাকাউন্টেন্ট বিবেক মেহেরাকে বিয়ে করেন নীনা।
আরও পড়ুন, ইউএই-র গোল্ডেন ভিসা পেলেন সঞ্জয় দত্ত, এতে কী সুবিধে পাবেন অভিনেতা?