নাম মহাক্ষয় চক্রবর্তী, ডাকনাম মিমো। তাঁর আরও এক পরিচয় রয়েছে, তিনি স্টারকিড। মিঠুন চক্রবর্তীর ছেলে। বাবার হাত ধরে ইন্ডাস্ট্রিতে ডেবিউ হলেও সেভাবে পসার জমাতে পারেননি তিনি। এই মুহূর্তে বলিউডও তাঁর দিক থেকে মুখ ফিরিয়েছে বহু দিন হল। তবে শুরুটা তো এমন ছিল না। ইন্ডাস্ট্রির সবাই যে তাঁর থেকে দূরে সরে গিয়েছিলেন এমন কিন্তু নয়। দুই তারকার কাছ থেকে সাহায্য পেয়েছিলেন মিমো। কেরিয়ার ডুবলেও সেই দুই তারকার কথা আজও ভোলেননি তিনি। কারা এই দুই তারকা? আর কেউ নয়, তাঁরা হলেন, করণ জোহর ও সলমন খান। কীভাবে সলমন ও করণের কাছ থেকে সাহায্য পেয়েছিলেন তিনি? মুখ খুললেন মিঠুন পুত্র। তাঁর কথায়, “সলমন ভাই আমার বাবাকে খুব ভালবাসে। যখনই আমি তাঁকে মেসেজ করি, আমায় বলেন, ” হ্যাঁ দেখা করতে চলে আয়, অনেক ভাল ভাল উপদেশও দেয়। আমার জন্য ও অনেক কিছু করেছে। কিন্তু দুঃখের বিষয় হল, যে যে প্রজেক্টে আমার কাজ করার ছিল, তা আজ পর্যন্ত বাস্তবায়িত হয়নি।” মিমো যোগ করেন, “করণ জোহরও আমাকে ও আমার ভাইকে অনেক সাহায্য করেছে। অনেক মানুষের সঙ্গে আলাপ করিয়েছে অনেক এজেন্সির সঙ্গে তাঁর দৌলতেই আমার পরিচয় হয়েছে। ওঁদের জন্যই আমার অনেকের সঙ্গে সাক্ষাৎ হলেও বাকিটা ভাগ্যের হাতে।”
বাবার মতোই অভিনেতা হতে চেয়েছিলেন মিমো। সেই মতোই ডেবিউ হয়েছিল তাঁর। প্রথম ছবির নাম ছিল ‘জিমি’। যদিও সেই ছবি হিট হয়নি। শুধু হিট যে হয়নি তা নয়, মিমোর অভিনয় নিয়েও সমালোচনা হয়েছিল।এর পর আরও দুটো ছবিতে অভিনয় করেন তিনি। তার মধ্যে একটি হল ‘হন্টেড থ্রি’। একমাত্র এই ছবিটিই হিট হয়েছিল তাঁর। এরপর আর সেভাবে আর সুযোগ পাননি মিমো। তাই স্টারকিড মানেই যে তিনি কাজ পাবেন, এমনটা নয় বলেই মনে করেন মিমো।