Kajol-Yug: ছেলে যুগ ঐতিহ্য বজায় রাখছে দেখে গর্বিত মা কাজল, শেয়ার করলেন ভিডিয়ো
Kajol-Yug: ভিডিয়োটিতে পোস্ট করতেই প্রতিক্রিয়া জানিয়ে কাজলের বোন তানিশা মুখোপাধ্যায় মা-ছেলের জুটির জন্য অসংখ্য হৃদয়ের ইমোজিতে ভরিয়েছেন মন্তব্য বাক্স।
বলিউড অভিনেত্রী কাজল প্রতি বছররে মতো এই বছরও তাঁদের মুখার্জী পরিবারের দুর্গা পুজোর অংশ হয়েছেন। প্রতি বছর কাজল শুধু এই পুজোয় থাকেন তাই নয়, রীতিমতো পুজোর কাজের হাতও দেন। এই বছরও তার ব্যতিক্রম হয়নি। তবে এই বছর বিষয়টা একটু অন্যরকম। সম্প্রতি দুর্গা পুজো প্যান্ডেলে আসা মানুষদের খাবার পরিবেশন করছে তাঁর ছেলে যুগ, এমন একটি ভিডিয়ো শেয়ার করেছেন তিনি। ভিডিয়োটি শেয়ার করেই থামেননি তিনি, সঙ্গে রয়েছে একটি লেখাও। সেই নোটে লেখা ছিল, “পুজোতে আমার ছেলে খাদ্য পরিবেশন করছে সকলকে, একটু ভুল করছে, তবে ঐতিহ্য অব্যাহত রয়েছে…#durgapuja #proudmom #blessingsrecieved।” ভিডিয়োতে, ট্র্যাডিশনাল লাল শাড়িতে কাজলকে অপূর্ব লাগছিল। তাঁর ছেলেও লাল কুর্তা পরেছিল। তিনিও তাঁর ছেলের সঙ্গে দর্শনার্থীদের ভোগ বিতরণ করছিলেন। কাজল খাবারের একটি বড় বাটি ধরেছিলেন, যুগ সেখান থেকে প্যান্ডেলে আসা মানুষদের ভোগ পরিবেশন করছিল।
View this post on Instagram
ভিডিয়োটিতে পোস্ট করতেই প্রতিক্রিয়া জানিয়ে কাজলের বোন তানিশা মুখোপাধ্যায় মা-ছেলের জুটির জন্য অসংখ্য হৃদয়ের ইমোজিতে ভরিয়েছেন মন্তব্য বাক্স। কাজলকে তাঁর পরিবারের সঙ্গে পুজো প্যান্ডেলে দেখা গিয়েছিল। তাঁদের ইন্ডাস্ট্রির বন্ধুদেরও অনুষ্ঠানস্থলে আসতে দেখা গিয়েছে প্রতিবছরের মতো।
মুম্বইতে যে কটি দুর্গা পুজো হয় মুখার্জি পরিবারের পুজো অন্যতম। এই পরিবারের ছেলে অয়ম মুখোপাধ্যায়। তাঁর ব্রহ্মাস্ত্র ছবিতে দুর্গা পুজোর প্যাণ্ডেলেই দেখা হয় শিবা-ইশার। অর্থাৎ রণবীর কাপুর এবং আলিয়া ভাটের। পুজোর একটি বিশাল সেট তৈরি করা হয়েছিল, যা ছিল চ্যাটার্জি পরিবারের পুজো। ছোট থেকে তিনি যেভাবে নিজের পরিবারের দুর্গা পুজো দেখে এসেছেন, তারই একটি চিত্র তৈরি করেছিলেন সিনেমাতে।
কাজের দিক থেকে কাজল একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মের জন্য ‘দ্য গুড ওয়াইফ’ নামে একটি ওয়েব সিরিজ করছেন। এৎ আগে তাঁকে ওটিটি ছবিতে দেখা গেলেও এই প্রথম তিনি কোনও ওয়েব সিরিজ করছেন। এচাড়াও ‘সালাম ভেঙ্কি’ নামে একটি ছবিতেও দেখা যাবে তাঁকে। ছবিটি পরিচালনা করছেন দক্ষিণের অভিনেত্রী রেবতী।