ফের একবার ভাইরাল হয়েছেন অভিনেতা নানা পাটেকর। তাঁর বিরুদ্ধে অভিযোগ, সম্প্রতি নাকি এক অনুরাগীকে থাপ্পড় মেরেছেন নানা। এবং ভয়ানক ভাইরাল হয়েছেন তারপরই। চড় মারার ভিডিয়োও ভাইরাল। সম্প্রতি বেনারসে ‘জার্নি’ ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন নানা। সেখানে তাঁর সঙ্গে সেলফি তুলতে এসেছিলেন কিছু ভক্ত। একজন সামনে এগিয়ে এসে সেলফি তোলার চেষ্টাও করেছিলেন। মুহূর্তেই প্রচণ্ড অসন্তুষ্ট হয়ে তাঁকে সপাটে থাপ্পড় কষিয়ে দিয়েছেন অভিনেতা। এবং সেই ঘটনার পর থেকে নেটমহলে নিন্দুকেরা তুলোধনা করছেন নানাকে।
নানার থাপ্পড়ের আওয়াজ শোনা গিয়েছে গোটা দেশে। ফের ‘ভাইরাল’ হয়ে সাফাই গেয়েছেন অভিনেতা। জানিয়েছেন, কেন তিনি এমন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছিলেন। একটি ভিডিয়ো পোস্ট করেছেন নানা পাটেকর। ভিডিয়োতে নানাকে বলতে শোনা গিয়েছে,
“আমি এক তরুণকে থাপ্পড় মারছি, এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। আমি বিষয়টা খুলে বলছি। আমরা মহড়া দিচ্ছিলাম। মহড়া দিতে আমাকে নির্দেশ দিয়েছিলেন পরিচালকই। তখন যুবকটি চলে আসেন সামনে। আমি তাঁকে চিনতাম না। ভেবেছিলাম ছবির সঙ্গে যুক্ত কলাকুশলীদের কেউ হবেন। তাই তাঁকে চড় মেরেছি। এই চড় মারার বিষয়টি চিত্রনাট্যে ছিল। যুবকে কিন্তু আমি সরেও যেতে বলেছিলাম। পরে জানতে পারলাম, ছেলেটি আমাদের ছবির কোনও কলাকুশলী নন। আমি তাঁকে ডেকে আনতে বলেছিলাম। কিন্তু ততক্ষণে তিনি দৌড়ে পালিয়ে যান। তাঁর বন্ধুরাই হয়তো ভিডিয়োটা তৈরি করেছেন। আমি কোনওদিনও কাউকে সেলফি তোলার জন্য ‘না’ বলিনি। আমি এটা এক্কেবারেই করি না। এটা ভুল করে হয়েছে আরকী। কোনও ভুল বোঝাবুঝি হলে আমাকে দয়া করে ক্ষমা করে দেবেন প্লিজ়। এরকম কাজ আমি কোনওদিনও করব না।”
ভক্তকে নানার চড়ের ১০ সেকেন্ডের ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। ঘটনাটি ঘটে বেনারসের দশাশ্বমেধ ঘাটে।