‘সঞ্জু’ ছবিতে সঞ্জয় দত্তরূপী রণবীর কাপুরকে বলতে শোনা গিয়েছিল এখনও পর্যন্ত কতজন মেয়ের শয্যাসঙ্গী হয়েছেন তিনি, সে হিসেব জানেন না নিজেও। সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে উঠেছিল ঝড়। কিন্তু মা নার্গিস নাকি জীবনে এক সময় ভেবেছিলেন ছেলে সঞ্জয় আদপে সমকামী। এই কথা সঞ্জয়ের আত্মজীবনীতে নিজেই লিখেছিলেন তাঁর বোন প্রিয়া।
তাঁর কথায় নার্গিস নাকি একবার তাঁর এক প্রিয় বন্ধুর সঙ্গে গল্প করার সময় বলেছিলেন, ছেলে বন্ধুরা আসলেই কেন যে সঞ্জয় দরজা বন্ধ করে দেন তা তিনি কিছুতেই বুঝে উঠতে পারেন না। তাঁর মনে হয়েছিল, সঞ্জয় সমকামী নয় তো? সঞ্জয় মাদকাসক্ত ছিলেন, এ কথা অজানা নয়। কিন্তু তা নিয়ে মা নার্গিস কিছুই বলতেন না, বলেও জানিয়েছেন প্রিয়া। উল্টে ছেলের এই বদভ্যাস খানিক লুকোনোর জন্যই সবাইকে বলে বেড়াতেন ছেলে মদ-মাদক ছোঁয়ই না।
আরও পড়ুন ‘উয়ো কৌন থি?’র সাতান্ন বছর পার, নস্টালজিয়ায় ডুব দিলেন অভিনেতা মনোজ কুমার
সঞ্জয়ের প্রথম ছবি ‘রকি’ মুক্তি পাওয়ার ঠিক আগেই মারা যান নার্গিস। ছেলের সাফল্য এবং একইসঙ্গে জীবনের টানাপড়েনের সাক্ষী তিনি হতে পারেননি। আজ অর্থাৎ মঙ্গলবার নার্গিসের জন্মদিন। মায়ের স্মৃতি এখনও হাতড়ে চলেন সঞ্জুবাবা, প্রমাণ তাঁর ইনস্টাগ্রাম।