কেমন আছেন নাসিরুদ্দিন? হাসপাতাল থেকে কবে বাড়ি ফিরবেন?

TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Jul 01, 2021 | 1:28 PM

Naseeruddin Shah: সূত্রের খবর, নাসিরুদ্দিনের ফুসফুসে একটি প্যাচ নজরে এসেছে চিকিৎসকদের। সে কারণে তাঁকে হাসপাতালে ২৪ ঘণ্টা নজরদারিতে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন চিকিৎসকরা।

কেমন আছেন নাসিরুদ্দিন? হাসপাতাল থেকে কবে বাড়ি ফিরবেন?
আত্মজীবনীতে বলিউডের কিংবদন্তী অভিনেতা নাসিরুদ্দিন শাহ লিখেছিলেন, ১৬ বছর বয়সে অভিনেতা হওয়ার আশায় ঘর ছেড়েছিলেন তিনি। চেয়েছিলেন যা, তা পেয়েওছেন।

Follow Us

নিউমোনিয়ায় আক্রান্ত বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি। গত বুধবার হঠাৎই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। তবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। নাসিরুদ্দিনের সেক্রেটারি বৃহস্পতিবার সংবাদমাধ্যমে জানান, অভিনেতাকে নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। সব ঠিক থাকলে আগামিকাল অর্থাৎ শুক্রবার তাঁকে ছেড়ে দিতে পারেন চিকিৎসক।

সংবাদ সংস্থা পিটিআইকে নাসিরুদ্দিনের সেক্রেটারি জয়রাজ বলেন, “উনি এখন আগের থেকে ভাল আছেন। হয়তো আগামিকাল ওঁকে ছেড়ে দেওয়া হবে।”

সূত্রের খবর, নাসিরুদ্দিনের ফুসফুসে একটি প্যাচ নজরে এসেছে চিকিৎসকদের। সে কারণে তাঁকে হাসপাতালে ২৪ ঘণ্টা নজরদারিতে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন চিকিৎসকরা। স্ত্রী রত্না পাঠক সহ নাসিরের ঘনিষ্ঠরা তাঁর সঙ্গেই রয়েছেন বলে খবর।

নাসিরুদ্দিনের বয়স ৭০ বছর। তার উপর করোনার আতঙ্ক এখনও রয়েছে। সব মিলিয়ে তাঁর শারীরিক পরিস্থিতির জন্য উদ্বিগ্ন অসংখ্য অনুরাগী। মঞ্চ এবং সিনেমায় তাঁর অবদান ভারতীয় সিনে ইতিহাসে নিঃসন্দেহে একটি মাইলফলক। দ্রুত তাঁর আরোগ্য কামনা করছেন সকলে। সুস্থ হয়ে নাসিরুদ্দিন দ্রুত কাজে ফিরুন, এমনটাই চাইছেন বলি ইন্ডাস্ট্রির সদস্যরাও।

আরও পড়ুন, কালিম্পংয়ে ‘জতুগৃহ’, রহস্যজনক পরিবেশ থেকে অংশু বললেন…

Next Article