‘জ্যোতিষীর কথা শুনে যাঁরা নাম বদলেন ফেলেন, তাঁরা অসুরক্ষিত’, বললেন নওয়াজ

TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Aug 08, 2021 | 9:47 PM

Nawazuddin Siddiqui: জ্যোতিষীর পরামর্শে একেবারেই বিশ্বাসী নন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। এ বিষয়ে সদ্য এক সাক্ষাৎকারে মুখ খুললেন তিনি।

‘জ্যোতিষীর কথা শুনে যাঁরা নাম বদলেন ফেলেন, তাঁরা অসুরক্ষিত’, বললেন নওয়াজ
নওয়াজউদ্দিন সিদ্দিকি।

Follow Us

নামের বানান মাঝেমধ্যেই বদলে ফেলেন সেলেবরা। কখনও একটা অক্ষর যোগ করেন। কখনও বা বাদ দেন। এই পুরোটাই নাকি করেন জ্যোতিষীর পরামর্শ মেনে। যাতে ভবিষ্যতে আরও উন্নতি হয়, সে উদ্দেশ্যেই এই পদক্ষেপ বলে শোনা যায়। কিন্তু এ হেন জ্যোতিষীর পরামর্শে একেবারেই বিশ্বাসী নন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। এ বিষয়ে সদ্য এক সাক্ষাৎকারে মুখ খুললেন তিনি।

নওয়াজ বলেন, “বুদ্ধিহীনের মতো কাজ করলে বেশি দূর এগনো যায় না। ঈশ্বর তো বুদ্ধি দিয়েছেন। সেটা ব্যবহার করুন। পরিশ্রম করুন। তা হলেই ফল পাবেন। আমি এখনও ভাগ্যে ততটা বিশ্বাসী নই। হয়তো পরে মানসিকতা বদলে যাবে। কিন্তু এখনও পর্যন্ত ভাগ্য বা জ্যোতিষে আমার কোনও বিশ্বাস নেই।”

কেন জ্যোতিষে বিশ্বাসী নন নওয়াজ? সে প্রসঙ্গে অভিনেতা বলেন, “আমার হাতে কোনও আংটি নেই। কোনওদিন পরিনি। যাঁরা পরেন তাঁদের নিশ্চয়ই কোনও কারণ রয়েছে। হয়তো নিজের নামটা তাঁদের পছন্দ নয়। তাই জ্যোতিষীর কথা শুনে বদলে ফেলেন। অথবা তাঁরা অসুরক্ষিত মনে করেন নিজেদের। কিন্তু আমার নাম আমি ভালবাসি।”

কয়েকমাস আগে নওয়াজকে ডিভোর্স দেবেন বলে ঠিক করেছিলেন আলিয়া। দশ বছরেরও বেশি সময়ের তাঁদের দাম্পত্যকে শেষ করে দিতে চেয়েছিলেন এক লহমায়। শুধু তাই নয়, নওয়াজ ও তাঁর পরিবারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছিলেন তিনি। এমনকী, ডিভোর্স কেস ফাইল করেছিলেন। অন্যদিকে স্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন নওয়াজও। পরবর্তীকালে নওয়াজের বিরুদ্ধে সব অভিযোগ তুলে নেন আলিয়া। এর প্রধান কারণ তাঁর স্বামীর ব্যবহার। প্যান্ডেমিক তাঁদের দু’জনের ভাঙা হৃদয় জোড়া লাগিয়েছে।

লকডাউনে সন্তানদের জন্য একসঙ্গে থাকতে হয়েছিল নওয়াজ-আলিয়াকে। তখনই দায়িত্ববান নওয়াজকে খুঁজে পেয়েছিলেন আলিয়া। স্বামীর পালটে যাওয়া ভাবমূর্তি দেখে নিজের সিদ্ধান্ত পালটেছেন তিনি। করোনা যে সব খারাপ করেনি, তা নওয়াজ ও আলিয়াকে দেখলেই বোঝা যায়!

আরও পড়ুন, ‘২৪ বছর কেটে গিয়েছে, আমার তো মনে হয় ২৪ দিন’, কেন বললেন অপরাজিতা?

Next Article