আমি এখনও মন থেকে একজন কৃষক: নওয়াজউদ্দিন সিদ্দিকি

Nawazuddin Siddiqui: চাষ করতে ভাল লাগলেও অভিনয় তিনি কোনও দিনই ছাড়তে পারবেন না। সম্প্রতি নতুন প্রোজেক্টে সই-ও করে ফেলেছেন নওয়াজ। 

আমি এখনও মন থেকে একজন কৃষক: নওয়াজউদ্দিন সিদ্দিকি
নওয়াজ।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 05, 2021 | 3:39 PM

সম্প্রতি মিডিয়া থেকে অনেক দূরে সরে গিয়েছেন তুখোড় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। কোথায় তিনি? জানা গিয়েছে, তিনি নাকি তাঁর গ্রামের বাড়িতে রয়েছেন।

ওটিটি প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত ‘রাত আকেলি হ্যায়’, ‘সিরিয়াস মেন’-এ অভিনয় করেছেন নওয়াজ। ‘বোলে চুড়িয়াঁ’, ‘জোগিরা সারা রা রা’, ‘হিরোপন্তি’র মতো ছবিতেও তিনি রয়েছেন। আস্তে-ধীরে ছবিগুলি মুক্তি পাবে একে একে। কিন্তু তিনি এখন মুম্বইয়ে নেই। উত্তরপ্রদেশে নিজের জন্মস্থান বুধানায় রয়েছেন নওয়াজ। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, “এখানে অনেক শান্তিতে আছি আমি। করোনায় পরিস্থিতি অনেক পালটে গিয়েছে। শহরের ব্যস্ত জীবন আর আমরা ভাল লাগছে না। আমার বুধানা অনেক শান্ত জায়গা।”

গতবছর লকডাউনের পর থেকে বুধানাতেই আছেন নওয়াজ। মুম্বইয়ে কাজ অনেকদিন বন্ধ ছিল। তাই তিনিও নিজের ছোট্ট শহরটিতে ফিরে এসেছিলেন। ভেবেছিলেন মায়ের সঙ্গে কিছুদিন সময় কাটিয়ে মুম্বইয়ে ফিরে আসবেন। কিন্তু মুম্বইয়ের কাজ শুরু হচ্ছিল না বলে তিনিও ফিরে যাননি। এক বছর হয়ে গিয়েছে বুধানা থেকে বেরোননি নওয়াজ।

এখন বুধানা থেকেই কাজ করতে চান নওয়াজ। সেটাকেই নিউ নর্মাল বলে মেনে নিয়েছেন অভিনেতা। অনলাইনের মাধ্যমে মিটিং করবেন টিমের সঙ্গে। চিত্রনাট্য শুনবেন সেখান থেকেই। ডাবিংও করবেন বুধানায় বসে।

কৃষক পরিবারের ছেলে নওয়াজ। মন থেকে নিজেকে কৃষকই মনে করেন ‘মাঝি: দ্য মাউন্টেইন ম্যান’-এর অভিনেতা। বলেছেন, “মন থেকে আমি চিরকালই এক কৃৃষক। মাটির কাছে থাকতেই বেশি ভালবাসি। ক্ষেতে চাষ করি যখন খুব আত্মতৃপ্তি অনুভব করি। বুধানায় আমি চাষের জমির উপর ঘুমিয়ে পরি।”

চাষ করতে ভাল লাগলেও অভিনয় তিনি কোনও দিনই ছাড়তে পারবেন না। সম্প্রতি নতুন প্রোজেক্টে সই-ও করে ফেলেছেন নওয়াজ।

আরও পড়ুনডিজনির ইতিহাসে এই প্রথম কোনও ভারতীয় বংশোদ্ভূত থাকছেন কাহিনির কেন্দ্রে, কে তিনি?

আরও পড়ুন: কে বি সি ১৩-এ এবার অতিথি অমিতাভের অন-স্ক্রিন কন্যা দীপিকা; সঙ্গে তাঁর রণবীর নন, অন্য কেউ