AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ডিজনির ইতিহাসে এই প্রথম কোনও ভারতীয় বংশোদ্ভূত থাকছেন কাহিনির কেন্দ্রে, কে তিনি?

মাত্র ১২ বছর বয়সে 'স্পিন'-এর সুযোগ আসে তাঁর কাছে। সেসময় ভারতে ছিলেন অবন্তিকা।

ডিজনির ইতিহাসে এই প্রথম কোনও ভারতীয় বংশোদ্ভূত থাকছেন কাহিনির কেন্দ্রে, কে তিনি?
| Edited By: | Updated on: Sep 05, 2021 | 2:45 PM
Share

তাঁর বয়স মাত্র ১৬। ইতিমধ্যেই কাজ করে ফেলেছেন বেশকিছু ছবিতে। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর আরও একটি ছবি ‘স্পিন’। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অবন্তিকা বন্দনাপু। এই প্রথম কোনও ভারতীয় বংশোদ্ভূত অভিনেতাকে মুখ্য চরিত্রে কাস্ট করল ডিজনি।

ছবির পরিচালক মঞ্জরী মাকিজানি। ছবিতে রয়েছেন অভয় দেওল ও মিরস সয়াল। ছবি সম্পর্কে অবন্তিকা বলেছেন, “ভারতীয়দের ভুললে চলবে না তাঁদের সংস্কৃতি ও ঐতিহ্য ভীষণ উচ্চমানের। কেবল লেখাপড়ায় নয়, শিল্পেরও মান উন্নত তাঁদের। ‘স্পিন’-এর গল্পটা আন্তর্জাতিক দর্শকের কাছে ভারতীয় পরিবার সম্পর্কে মিথ ভাঙবে বলে আমার ধারণা।”

ছবিটি রিয়া নামের এক টিনেজারের গল্প বলে। সে কেরিয়ার তৈরি করতে চায়। ডি জে হতে চায়। বাবা (অভয় দেওল), দিদিমা (মিরস সয়াল) ও দাদার (আরুয়ান সিমহাদ্রি) সঙ্গে থাকে সে। পরিবারটি মার্কিন মুলুকে একটি ভারতীয় রেস্তরাঁ চালায়। বাস্তবধর্মী চরিত্রের জন্য ছবিটি বেশ তরতাজা হয়ে ফুটে উঠেছে। বিদেশের মাটিতে ভারতীয়দের লড়াইয়ের কথা বলে এই ছবি।

“রিয়ার মতোই আমি। আমার মধ্যেও লুুকিয়ে আছে প্যাশন। ওর জীবনের সঙ্গে আমি নিজেকে মেলাতে পারি। পরিবারের ভালবাসা, বন্ধুত্বের কদর কতখানি আমিও অনুভব করতে পারি। চিত্রনাট্য পড়ার সময়ই আমি বুঝেছিলাম এই চরিত্রটা আমার জন্যই তৈরি হয়েছে।”

পরিবারের সঙ্গে মার্কিন মুলুকেই বড় হয়েছেন অবন্তিকা। কেউই তাঁকে কোনওদিন ডাক্তার, ইঞ্জিনিয়র কিংবা আইনজীবী হতে বলেননি। তাঁর অভিনয়ে ন্যাক দেখে বরং উৎসাহ দিয়েছিলেন বাবা-মা। পরিবর্তে একটাই শর্ত দিয়েছিলেন, আগে পড়াশোনা শেষ করতে হবে। অভিনয়ের পাশাপাশি নাচের তালিমও নিয়েছেন অবন্তিকা। কুচিপুরি, কত্থক ও ব্যালে নাচে তিনি পারদর্শী।

হলিউড ও দক্ষিণভারতের ফিল্ম ইন্ডাস্ট্রি টলিউডের জন্য অডিশন দিয়েছিলেন অবন্তিকা। মাত্র ১২ বছর বয়সে ‘স্পিন’-এর সুযোগ আসে তাঁর কাছে। সেসময় তিনি ভারতে ছিলেন। ‘ব্রাহ্মোৎসভম’, ‘মনমন্থন’, ‘প্রেমম’, ‘ভূমিকা’র মতো বহু ছবিতে অভিনয় করেছেন অবন্তিকা।

আরও পড়ুনকে বি সি ১৩-এ এবার অতিথি অমিতাভের অন-স্ক্রিন কন্যা দীপিকা; সঙ্গে তাঁর রণবীর নন, অন্য কেউ

আরও পড়ুনকাদের খান থেকে বালরাজ সাহানি… বাস্তব জীবনে কেউ প্রফেসর, কেউ ‘ভাষা’ শিক্ষক