কাদের খান থেকে বালরাজ সাহানি… বাস্তব জীবনে কেউ প্রফেসর, কেউ ‘ভাষা’ শিক্ষক

Teachers Day: কতজন জানেন, অভিনেতা কাদের খানের শিক্ষাগত যোগ্যতা। তিনি একসময় এম এইচ ইঞ্জিনিয়রিং কলেজের অধ্যাপক ছিলেন। তারপর অভিনয় ছেড়ে আরব দেশে গিয়ে পড়াতে শুরু করেন উর্দু ও আরব ভাষা। এরকম আরও অনেক অভিনেতা আছেন, যাঁরা আসলে শিক্ষক। তাঁরা কারা, ছবিতে দেখুন।

| Edited By: | Updated on: Sep 05, 2021 | 12:39 PM
ক্যারাটে মাস্টার অক্ষয় কুমার নিজেই ক্যারাটের শিক্ষক।

ক্যারাটে মাস্টার অক্ষয় কুমার নিজেই ক্যারাটের শিক্ষক।

1 / 7
নিজের অ্যাক্টিং স্কুল আছে অনুপম খেরের। তিনি নিজেও অভিনয় শেখান।

নিজের অ্যাক্টিং স্কুল আছে অনুপম খেরের। তিনি নিজেও অভিনয় শেখান।

2 / 7
স্টেজ ও স্ক্রিন অভিনেতা বলরাজ সাহানি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের হিন্দি ও ইংরেজির শিক্ষক ছিলেন।

স্টেজ ও স্ক্রিন অভিনেতা বলরাজ সাহানি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের হিন্দি ও ইংরেজির শিক্ষক ছিলেন।

3 / 7
অভিনয় আসার আগে ডুন স্কুলে সঙ্গীতের শিক্ষক ছিলেন অভিনেতা চন্দ্রচুর সিং। তারপর তাঁর গুরুতর অ্যাকসিডেন্ট হয়। অভিনয় ত্যাগ করে ফের তিনি ডুন স্কুলেই সঙ্গীত শেখাচ্ছেন।

অভিনয় আসার আগে ডুন স্কুলে সঙ্গীতের শিক্ষক ছিলেন অভিনেতা চন্দ্রচুর সিং। তারপর তাঁর গুরুতর অ্যাকসিডেন্ট হয়। অভিনয় ত্যাগ করে ফের তিনি ডুন স্কুলেই সঙ্গীত শেখাচ্ছেন।

4 / 7
কতজন জানেন, অভিনেতা কাদের খানের শিক্ষাগত যোগ্যতা। তিনি একসময় এম এইচ ইঞ্জিনিয়রিং কলেজের অধ্যাপক ছিলেন। তারপর অভিনয় ছেড়ে আরব দেশে গিয়ে পড়াতে শুরু করেন উর্দু ও আরব ভাষা।

কতজন জানেন, অভিনেতা কাদের খানের শিক্ষাগত যোগ্যতা। তিনি একসময় এম এইচ ইঞ্জিনিয়রিং কলেজের অধ্যাপক ছিলেন। তারপর অভিনয় ছেড়ে আরব দেশে গিয়ে পড়াতে শুরু করেন উর্দু ও আরব ভাষা।

5 / 7
অভিনেতা কানওয়ারজিৎ পেইনতাল ছিলেন ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার অভিনয় বিভাগের প্রধান।

অভিনেতা কানওয়ারজিৎ পেইনতাল ছিলেন ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার অভিনয় বিভাগের প্রধান।

6 / 7
হরিয়ানার সেন্ট থমাস স্কুলের শিক্ষক ছিলেন অভিনেতা টম অল্টার। সেখানে ক্রিকেটের কোচও ছিলেন টম।

হরিয়ানার সেন্ট থমাস স্কুলের শিক্ষক ছিলেন অভিনেতা টম অল্টার। সেখানে ক্রিকেটের কোচও ছিলেন টম।

7 / 7
Follow Us: