Nayanthara: ‘বিশ্বাসই হচ্ছে না’, নয়নতারার পুরনো ভিডিয়ো দেখে আঁতকে উঠলেন ভক্তরা!

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Sep 26, 2023 | 5:43 PM

Nayanthara: প্রথম বার 'জওয়ান' ছবির মধ্যে দিয়ে বলিউডে ডেবিউ করেছেন দক্ষিণী সুপারস্টার নয়নতারা। আর ডেবিউ করার পরেই এই মুহূর্তে তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। শুধু মাত্র দক্ষিণেই নয়, সারা দেশেই চর্চিত হচ্ছেন তিনি।

Nayanthara: বিশ্বাসই হচ্ছে না, নয়নতারার পুরনো ভিডিয়ো দেখে আঁতকে উঠলেন ভক্তরা!
নয়নতারার পুরনো ভিডিয়ো দেখে আঁতকে উঠলেন ভক্তরা!

Follow Us

প্রথম বার ‘জওয়ান’ ছবির মধ্যে দিয়ে বলিউডে ডেবিউ করেছেন দক্ষিণী সুপারস্টার নয়নতারা। আর ডেবিউ করার পরেই এই মুহূর্তে তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। শুধু মাত্র দক্ষিণেই নয়, সারা দেশেই চর্চিত হচ্ছেন তিনি। এরই মধ্যে হঠাৎ করেই এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যে ভিডিয়োতে নয়নতারাকে দেখে রীতিমতো আঁতকে উঠেছেন সাধারণ। তাঁদের একটাই বক্তব্য, এ কিছুতেই নয়নতারা হতে পারেন না! অনেকরই বক্তব্য, “শেষমেষ প্লাস্টিক সার্জারি করানোর দলে নাম লেখালেন নয়নও?”

ফিল্মি দুনিয়ার পা রাখার আগে সঞ্চালনা করতেন নয়নতারা। তাঁর সেই সময়েরই এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। তাঁর ভিডিয়োটি অনেক ছোট বয়সের। তবে এই মুহূর্তে যে নয়নতারা কে আপনি দেখছেন সেই নয়নতার সঙ্গে তার কোনই মিলই নেই! মুখের গঠন থেকে শুরু করে চোখ– এমনকি ভুরু সবকিছুই যেন হঠাৎই বদলে গিয়েছে রাতারাতি! নেটিজেনদের মনে খটকা! এসেছে নানা নেতিবাচক মন্তব্য! শুরু হয়েছে বিস্তর সমালোচনা। যদিও নয়নতারা এখনও পর্যন্ত এ নিয়ে মুখ খোলেননি। প্রসঙ্গত ‘জওয়ান’ ছবিতে তিনি হিরোইন। শাহরুখ খানের বিপরীতে দেখা গিয়েছে তাঁকে। তবে স্পেশাল অ্যাপিয়ারেন্স হিসেবে ওই ছবিতে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। মাত্র কুড়ি মিনিটের সিকোয়েন্সেই তার উপর যে পরিমাণ লাইমলাইট রয়েছে তার শিকিভাগও জোটেনি নয়নতারার কপালে– অভিযোগ এমনটাই। সূত্র জানাচ্ছে, এই কারণেই নাকি বেজায় ক্ষুব্ধ হয়েছিলেন নায়িকা। এমনকি ভবিষ্যতে কোনও বলিউড ছবিতে আর কাজ না করা সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

এই নিয়ে যখন হচ্ছে নানা আলাপ-আলোচনা তখন সম্প্রতি নয়নতারাও নিজের মন্তব্য জানিয়েছেন এই বিষয়ে। ওই সব গুঞ্জনকে কার্যত চুপ করিয়ে দিয়ে নয়নতারা স্পষ্টতই বলেন যা রটেছে তার এক ফোঁটাও সত্যি নয়! এমনকি ভবিষ্যতে যদি এরকম কথা আরও রটে, তবে সেক্ষেত্রে তিনি আইনি পদক্ষেপ করতে বাধ্য হবেন বলেই জানিয়েছেন এই দক্ষিণী সুপারস্টার।

Next Article