Sameer Wankhede: আরিয়ান খান মাদক মামলা থেকে সরানো হল সমীর ওয়াংখেড়েকে

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Nov 05, 2021 | 7:58 PM

Aryan Khan Drug Case: আরিয়ান খান মাদক মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হচ্ছে একটি বিশেষ তদন্তকারী দলকে, যার নেতৃত্বে থাকবেন অভিজ্ঞ পুলিশ আধিকারিক সঞ্জয় সিং।

Sameer Wankhede: আরিয়ান খান মাদক মামলা থেকে সরানো হল সমীর ওয়াংখেড়েকে
এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ে (ফাইল ছবি)

Follow Us

মুম্বই: আরিয়ান খান মাদক মামলা থেকে সরানো হল এনসিবির তদন্তকারী সমীর ওয়াংখেড়েকে। তাঁর বিরুদ্ধে ৮ কোটি টাকার ঘুষ দেওয়া এবং তোলাবাজির অভিযোগ উঠছিল। তদন্তও শুরু হয়েছিল এনসিবি আধিকারিকের বিরুদ্ধে। আর তারপর আজ আরিয়ান খান মাদক মামলার তদন্তকারী দল থেকে সরিয়ে দেওয়া হল সমীর ওয়াংখেড়েকে।

এখন আরিয়ান খান মাদক মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হচ্ছে একটি বিশেষ তদন্তকারী দলকে, যার নেতৃত্বে থাকবেন অভিজ্ঞ পুলিশ আধিকারিক সঞ্জয় সিং। শুধু আরিয়ান খান সংক্রান্ত মামলাই নয়, এর পাশাপাশি সমীর ওয়াংখেড়ে আরও যে চারটি মামলার তদন্তের দায়িত্বে ছিলেন, সেই সব মামলাগুলিরও দায়িত্ব থেকে সরানো হচ্ছে সমীরকে। বদলে দায়িত্ব দেওয়া হচ্ছে সঞ্জয় সিংকে।

বিশেষ করে বিগত বেশ কিছুদিন ধরেই সমীর ওয়াংখেড়েকে নিয়ে নানাবিধ চর্চা চলছে। মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক একের পর এক আক্রমণ শানিয়েছেন তাঁর বিরুদ্ধে। আরিয়ান খান মাদক মামলার অন্যতম সাক্ষী প্রভাকর সেইলও এই এনসিবি আধিকারিকের বিরুদ্ধে ঘুষের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ তুলেছে। আর তারপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছিল ওয়াংখেড়ের তদন্ত প্রক্রিয়া নিয়ে।

প্রমোদতরী মাদক মামলার সাক্ষী কে পি গোসাভির ব্যক্তিগত দেহরক্ষী প্রভাকর সেইল এনসিবি কর্তার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিলেন। তিনি জানিয়েছিলেন, টাকার বিনিময়ে তাঁকে মিথ্যা সাক্ষী দিতে চাপ দেন এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ে। মুম্বই আদালতে হলফনামা পেশ করে তিনি জানিয়েছেন আরিয়ান খান মামলায় সমীরের সঙ্গে ৮ কোটি টাকার চুক্তি হয়েছে। মুম্বই পুলিশ কমিশনারকে চিঠি লিখে তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হতে পারে, এমনকি তাঁকে হত্যা করা হতে পারে বলে চাঞ্চল্যকর অভিযোগ তোলেন প্রভাকর।

তিনি জানিয়েছিলেন তাঁকে ৩ অক্টোবর এনসিবি দফতরে জেরার জন্য ডাকা হয়েছিল সেখানে তাঁর ওপর চাপ সৃষ্টি করে সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয়েছে। সমীরের বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসার পরেই তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিল এনসিবি। এদিকে এনসিপি নেতা তথা মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক (Nawab Malik) তাঁর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ করেন।

সম্প্রতি এনসিবির দিল্লি থেকে আধিকারিকরা এসেছিলেন মুম্বইতে। এনসিবির পাঁচ সদস্যের একটি দল মুম্বই আসে ওয়াংখে়ড়ের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলির তদন্তে। সমীরকে জিজ্ঞাসাবাদও করেন এনসিবির দিল্লি থেকে আসা আধিকারিকরা। এনসিবির শীর্ষ আধিকারিক জ্ঞানেশ্বর সিং জানিয়েছিলেন, যতক্ষণ না তাঁর (সমীর ওয়াংখেড়ের) বিরুদ্ধে ওঠা অভিযোগের কোনও যথাযথ প্রমাণ পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তদন্তভার সমীর ওয়াংখেড়ের উপরেই বহাল থাকবে।

মুম্বইয়ে ওই প্রমোদতরীতে তল্লাশি অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর জ়োনাল অফিসার সমীর ওয়াংখেড়ে। শাহরুখ পুত্র আরিয়ান খানের গ্রেফতারির পর রাতারাতি জনতার চোখে হিরো হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু এবার তাঁর বিরুদ্ধেই উঠছে ঘুষ নেওয়ার অভিযোগ। অন্যদিকে মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিকের সঙ্গেও বাকযুদ্ধে জড়িয়েছেন তিনি। ইতিমধ্যেই সমীরের বিরুদ্ধে ফোন ট্যাপ করা, তোলাবাজি এবং ভুয়ো উপজাতি সার্টিফিকেট দেখিয়ে আসন সংরক্ষণ করার অভিযোগ এনেছেন নবাব মালিক।

আরও পড়ুন: এক ধাক্কায় ১১ হাজার নমুনা পরীক্ষা কমল রাজ্যে, তবুও পজিটিভিটি রেট ঊর্ধ্বমুখীই

Next Article