আজ মঙ্গলবার ২৬শে অক্টোবর। আজই মুম্বই হাই কোর্টে আরিয়ান খান ড্রাগ মামলার শুনানি। আরিয়ান কি পাবেন জামিন? এই প্রশ্নেই তোলপাড় গোটা দেশ। মঙ্গলবারই আদালতের কাছে হলফনামা জমা দিয়েছে এনসিবি। আরিয়ান জামিন পান, কোনও মতেই চান না তদন্তকারীরা।
কী আছে সেই হলফনামায়?
এনসিবি কিছুতেই চাইছে না আরিয়ান জামিন পান। এর আগে বহুবার জামিনের আবেদন করার পরও তা নাকচ করে দেয় মুম্বইয়ের স্পেশ্যাল আদালত। উপায় না পেয়ে মুম্বই হাই কোর্টের দারস্থ হতে হয় আরিয়ানের আইনজীবীদের। আজ সেই শুনানি। এদিকে এনসিবি একটি লম্বা হলফনামা পেশ করেছে আদালতের কাছে। তাতে লেখা, তদন্ত চলাকালীন বার বার অফিসারদের বিভ্রান্ত করার চেষ্টা করেছেন আরিয়ান। তারকা পুত্রের বক্তব্যে অসঙ্গতি লক্ষ্য করা গিয়েছে। তদন্ত চলাকালীন সহযোগিতাও করছেন না আরিয়ান। সুতরাং, তাঁকে জামিন দিলে তথ্য প্রমাণ লোপাটের সমূহ সম্ভাবনা দেখতে পাচ্ছেন এনসিবির অফিসাররা। ফলত, তাঁরা চাইছেন না আজ জামিন হোক আরিয়ানের।
গত বৃহস্পতিবার মুম্বইয়ের আর্থার রোড জেলে আরিয়ানের সঙ্গে প্রথমবার দেখা করতে যান তাঁর তারকা বাবা শাহরুখ খান। তিনি একা নন। শাহরুখের সঙ্গে গিয়েছিলেন আইনজীবীদের একটি দল। ১৫ মিনিট জেলের ভিতরে ছেলের কাছে ছিলেন শাহরুখ। তার সঙ্গে কথা বলেন। কিন্তু কী কথা হয়েছে তা জানা যায়নি।
গত বুধবার মুম্বইয়ের স্পেশ্যাল কোর্টে শুনানি ছিল আরিয়ানের। জামিনের আবেদন করা হয়েছিল। কিন্তু সেই আবেদন নাকচ করে দেয় আদালত। আরিয়ানের আইনজীবী সতীশ মানশিন্ডে এবং সিনিয়র কাউনসেল অমিত দেশাই এরপর জামিনের জন্য আবেদন জানিয়েছেন মুম্বই হাই কোর্টের জাস্টিস নিতিন সাম্ব্রের কাছে।
এরই পাশাপাশি মাদক কাণ্ডে নাম জড়িয়েছে আরও এক অভিনেতার। তিনি আরিয়ানের বন্ধু অনন্যা পাণ্ডে। মাদক মামলা কোন দিকে মোড় নেয়, সে দিকে নজর রয়েছে গোটা দেশের।