‘মাসাবাকে বলেছিলাম, তোমার বাবা ফ্যামিলি ম্যান নন’, বিস্ফোরক নীনা

TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Jul 08, 2021 | 10:07 AM

Neena Gupta: মাসাবাকে একা হাতে বড় করেছেন নীনা। পাশে পেয়েছিলেন তাঁর বাবাকে। আজ আর সে সব নিয়ে কোনও অভিযোগ নেই তাঁর।

‘মাসাবাকে বলেছিলাম, তোমার বাবা ফ্যামিলি ম্যান নন’, বিস্ফোরক নীনা
নীনা এবং মাসাবা। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

Follow Us

নীনা গুপ্তা (Neena Gupta)। সাহসের আর এক নাম। এমন ভাবেই তাঁকে দেখতে পছন্দ করেন অনুরাগীরা। বলিউডে সফল কেরিয়ার। কিন্তু এক সময় অনেক বেশি আলোচিত ছিল তাঁর ব্যক্তি জীবন। বিয়ে না করেও একমাত্র কন্যা মাসাবা গুপ্তাকে একা হাতে বড় করেছেন। সিঙ্গল মা হিসেবে সব দায়িত্ব পালন করেছেন। আবার মাসাবার বাবার পরিচয় কোনওদিন গোপন করেননি। কিংবদন্তী ক্রিকেটার ভিভ রিচার্ডসের সঙ্গে নিজের প্রেম কখনও লুকিয়ে রাখেননি। আবার বাবা সম্পর্কে মাসাবার মন কখনও বিষিয়ে তোলেননি তিনি। তবে ভিভ যে ফ্যামিলি ম্যান নন, এ কথা নাকি মেয়েকে স্পষ্ট বুঝিয়ে দিয়েছিলেন নীনা।

আগে এক সাক্ষাৎকারে নীনা বলেন, “আমি মাসাবাকে বলেছিলাম, তোমার বাবা ফ্যামিলি ম্যান নন। তিনি কেমন সেটাও বুঝিয়ে বলেছিলাম। ভিভ মাসাবার সঙ্গে যোগাযোগ রাখত না। সেটা ওর খারাপ লাগত। যাতে ওর খারাপ না লাগে, সে জন্যই বুঝিয়ে বলেছিলাম। পরে অবশ্য মাসাবার সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করে ভিভ।”

নীনা আরও জানান, ভিভ নাকি নিজের ইমোশন প্রকাশ করতে পারতেন না। তাঁর কথায়, “কখনও মাসাবাকে জন্মদিনে ফোন করত। কখনও আবার তিন বছর ফোনই করল না, এমনও হত। আমার ক্ষেত্রেও দেখেছি, কিছু একটা চাইলে সেটা দেওয়ার জন্য পাগল হয়ে যেত। কিন্তু নিজে থেকে কিছু দেওয়ার কথা মনে হত না ওর। ভিভ অত্যন্ত ডাউন টু আর্থ, ডিসিপ্লিনড। কিন্তু তার থেকে বেশি কিছু আশা করা যাবে না। আমার তো মন হয়, ঈশ্বর ওর বদলে আমার বাবাকে আমার কাছে পাঠিয়েছিলেন।”

মাসাবাকে একা হাতে বড় করেছেন নীনা। পাশে পেয়েছিলেন তাঁর বাবাকে। আজ আর সে সব নিয়ে কোনও অভিযোগ নেই তাঁর। এক সাক্ষাৎকারে নীনা বলেন, “আমি ভিভিয়ানকে ভালবাসতাম। যদি আপনি কাউকে ভালবাসেন, তাকে ওভাবে ঘৃণা করা যায় না। হয়তো একসঙ্গে থাকেন না আর। কিন্তু ঘৃণা করা যায় না। সেটা ধীরে ধীরে বোঝা যায়। আর নিজের মেয়েকে তার বাবার সম্পর্কে খারাপ কথাও বলা যায় না। আমি এটা কখনও করিনি। কেন আমি মেয়ের মন বিষিয়ে তুলব? ভিভের প্রতি শ্রদ্ধা রয়েছে আমার। ভিভও আমাকে সম্মান করে। ফলে মাসাবা আমাদের দু’জনেই সম্মান করে। বিষয়টা খুব সহজ।”

৮০-র দশকে ভিভ, নীনার প্রেম, সম্পর্ক নিয়ে উত্তাল ছিল ফিল্ম এবং ক্রিকেট মহল। তাঁরা সম্পর্কে জড়িয়েছিলেন। একে অপরকে ভালবেসেছিলেন। তাঁদের সন্তান মাসাবা। কিন্তু কখনও বিবাহ বন্ধনে আবদ্ধ হননি ভিভ-নীনা। ভিভ পরে বিয়ে করেছিলেন মিরিয়মকে। অন্যদিকে পেশায় চাটার্ড অ্যাকাউন্টেন্ট বিবেক মেহেরাকে বিয়ে করেন নীনা।

আগাগোড়া মেয়েকে নিজের কাছে রেখে বড় করেছেন নীনা। মাসাবা বড় হয়ে পেশা হিসেবে ফ্যাশন ডিজাইনিংকে বেছে নেন। তাঁর নিজস্ব ব্র্যান্ড রয়েছে। মায়ের কাছে বড় হলেও বাবার সঙ্গে যোগাযোগ রয়েছে মাসাবার। তাঁর বড় হওয়ার নেপথ্যে মায়ের প্রত্যক্ষ প্রভাব ছিল বটে, তবে বাবার পরোক্ষ প্রভাবের কথা কখনও অস্বীকার করেন না তিনি।

আরও পড়ুন, অভিনেত্রী রুপাল প্যাটেলের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ?

Next Article