৬ নভেম্বর প্রথম সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী আলিয়া ভাট। আজ মঙ্গলবার (১৫.১১.২০২২) তিনি একটি সুন্দর ছবি শেয়ার করেছেন। একটি লাল কাপে বড়-বড় ছোট হাতে ইংরেজি হরফে লেখা ‘mama’ (অর্থাৎ, মা)। ক্য়াপশনে আলিয়া লিখেছেন, ‘it me’। বলতে চেয়েছেন, ‘এটা তিনিই’। সেই সঙ্গে শেয়ার করেছেন একটি হলুদ রঙের হার্ট। আসলে মা হওয়ার আনন্দে উৎফুল্ল আলিয়া। প্রতিটা মুহূর্ত উপভোগ করছেন তিনি।
তাঁর এই সুন্দর মন মাতানো ছবির নীচে প্রতিক্রিয়া স্বরূপ ইমোজি শেয়ার করেছেন টাইগার শ্রফ, মনীষ মালহোত্রা এবং টিভি অভিনেত্রী দীপিকা সিং। টাইগার লিখেছেন, ‘কিউট’।
৬ নভেম্বর কন্যাসন্তানের জন্ম দেওয়ার তৎক্ষণাৎ পর আলিয়া লিখেছিলেন, “আমাদের জীবনের সেরা বড় খবর: আমাদের সন্তান এসে গিয়েছে… এবং সে ম্যাজিক্যাল মেয়ে। আমরা ভালবাসায় ভরে যাচ্ছি। আমরা ব্লেসড এবং অবসেসড বাবা-মা। লাভ, লাভ, লাভ আলিয়া এবং রণবীর।”
২০২২ সালের ১৪ এপ্রিল বিয়ে করেছিলেন আলিয়া এবং রণবীর। জুন মাসেই আল্ট্রা সোনোগ্রাফি ঘর থেকে ছবি শেয়ার করে আলিয়া তাঁর প্রেগন্যান্সির কথা সকলকে জানিয়েছিলেন।
অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা’ ছবিতে অভিনয় করতে গিয়ে প্রেমের সম্পর্ক শুরু আলিয়া-রণবীরের। তারপর ৫ বছর প্রেমের সম্পর্ক ছিল তাঁদের। আলিয়াকে শুরু থেকে কাপুর পরিবার সাদরে গ্রহণ করে নিয়েছিলেন। রণবীরের বাবা প্রয়াত অভিনেতা ঋষি কাপুরের অত্যন্ত স্নেহের পাত্রী ছিলেন আলিয়া। তাঁর মা নিতু কাপুরও ভালবাসেন পুত্রবধূকে। সন্তান জন্মের পর মুম্বইয়ে তাঁদের ‘কৃষ্ণারাজ’ ভিলায় নিতু, আলিয়া, রণবীর থাকবেন একসঙ্গে।