Tiger Shroff: টাইগার শ্রফের গান শুনে প্রশংসায় পঞ্চমুখ নিক, কী লিখলেন…

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jul 10, 2023 | 7:30 PM

Viral News: অবসরে মাইকের সামনে দাঁড়িয়ে গুনগুন করলেন টাইগার শ্রফ। সোশ্যাল মিডিয়া শেয়ার করলেন সেই ভিডিয়ো ক্লিপিং। যা চোখ এড়ালো না নিক জোনাসের।

Tiger Shroff: টাইগার শ্রফের গান শুনে প্রশংসায় পঞ্চমুখ নিক, কী লিখলেন...

Follow Us

টাইগার শ্রফ, বরাবরই তিনি গান গাইতে চেয়েছিলেন। ছোট থেকেই ইচ্ছে ছিল কোনও না কোনও দিন তিনি গান গাইবেন। নিজের মনের সেই ইচ্ছে পূরণ করতে খুব বেশি সময় নেননি টাইগার। কয়েক বছর আগেই নিজে প্রথম অ্যালবাম প্রকাশ্যে এনেছিলেন। তাঁর গানের গলায় মুগ্ধ হয়েছিলেন সকলে। তারপর থেকে একাধিকবার টাইগার শ্রফের গলায় গান শুনেছে। সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ এক কথায় তাঁর কণ্ঠস্বরকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। তবে সেই প্রশংসা যদি উড়ে আসে নিক জোনাসের কাছ থেকে তবে তা নিঃসন্দেহে বিশেষ।

অবসরে মাইকের সামনে দাঁড়িয়ে গুনগুন করলেন টাইগার শ্রফ। সোশ্যাল মিডিয়া শেয়ার করলেন সেই ভিডিয়ো ক্লিপিং। যা চোখ এড়ালো না নিক জোনাসের। মুহূর্তে তিনি হাজির হলেন কমেন্ট বক্সে। প্রশংসা করলেন টাইগার শ্রফের কণ্ঠস্বরের। কমেন্ট বক্সে তাঁকে দেখে পাল্টা ধন্যবাদ জানাতে ভুললেন না টাইগার শ্রফ। এখন অভিনেতা বেশ কয়েকটি ছবির কাজ নিয়ে বেজায় ব্যস্ত। একের পর এক ছবি রয়েছে তাঁর পাইপ লাইনে। বড়ে মিঞা ছোটে মিঞা থেকে শুরু করে বাঘি ফোর, টাইগার শ্রফ একাধিক প্রজেক্ট নিয়ে ব্যস্ত। সম্প্রতিতে এক ভক্ত তাঁকে অনুরোধ করেছিলেন তিনি যেন বাঘি ফোর ছবিতে অভিনয় না করেন। আবার একটা ফ্লপ হওয়ার সম্ভাবনা দেখেছিলেন তিনি। তাঁকে আশ্বস্ত করে টাইগার সব জানিয়েছিলেন তিনি নিরাশ করবেন না। এখন দেখার ওয়ার ছবি দাপটে, ফিরে আসতে পারেন কিনা পর্দায় এই সুপারস্টার। টাইগার শ্রফের শেষ মুক্তি প্রাপ্ত ছবি হিরোপন্থি ২ ফ্লপ হয়েছিল বক্স অফিসে। এক সপ্তাহ চলেনি এই ছবি। তারপরই বিগ বাজেট ছবি ঘোষণা করেন তিনি অক্ষয় কুমারের সঙ্গে। এখন বড়ে মিঞা ছোটে মিঞা ছবির কাজ নিয়েই ব্যস্ত রয়েছেন তিনি।

Next Article