
বর্তমানে বি-টাউনে সর্বাধিক চর্চিত সেলেব হলেন নোরা ফাতেহি। বলিউডের আইটেম ডান্স থেকে শুরু করে কাতার বিশ্বকাপে থিম সং তাঁর ঝুলিতে। যার ফলে প্রত্যেক দিনই তাঁকে নিয়ে কোনও না কোনও খবর শিরোনামে জায়গা করে নিচ্ছে। যাঁর নাচ একের পর এক ছবির জন্য ইউএসপি, সেই সেলেবই হলেন কটাক্ষের শিকার নাচ থেকে ফ্যাশন, প্রশ্নের মুখে বারে বারে নোরাকে পড়তে দেখা যাচ্ছে সম্প্রতি। একই পোজ়ে আর কত দিন নাচ প্রশ্ন তুলছে নেটপাড়া, না প্রশ্ন কেবল এখানেই ইতি নয়। রেডকার্পেট লুকও কটাক্ষের তালিকা থেকে বাদ পড়ছে না।
সম্প্রতি নোরার রেডকার্পেট লুক থেকে চমকে গেলেন নেটপাড়া। এ কেমন পোশাক। বেলুন হাতাতে মোটেও মন মজল না কারও। উল্টে শুনতে হল, গাড়ির এয়ার ব্যাগ পরে চলে এসেছেন নোরা। তবে সিনেপাড়া তাঁর চাহিদা বরাবরই তুঙ্গে। তাঁর একটি আইটেম ডান্স ছবির এক বাড়তি মাইলেজ হয়ে ওঠে বর্তমানে। ফলে সাম্প্রতিককালে একাধিক ছবিতে উল্লেখযোগ্য কাজ করতে দেখা যাচ্ছে তাঁকে। আবার অন্যদিকে রিয়ালিটি শো-তেও দিন দিন বাড়ছে তাঁর কদর। বিচারকের আসনে মাঝেমধ্যেই দেখা মিলছে নোরা ফাতেহির। তবে এটা ছিল সবেমাত্র শুরু।