Kangana Ranaut: ‘খান এবং তরুণী মুসলমান মেয়েদের নিয়ে যত্ত উন্মাদনা’, শুরু হয়েছে কঙ্গনা-উরফির টুইট ফাইট

Urfi Javed: এ সমস্ত দেখে মুখ খুলেছেন 'ফ্যাশনিস্তা' এবং অভিনেত্রী উরফি জাভেদ। কঙ্গনা কেন শিল্পীদের নিয়ে বিভেদ করেন, তা নিয়ে প্রশ্ন করেছেন তিনি।

Kangana Ranaut: খান এবং তরুণী মুসলমান মেয়েদের নিয়ে যত্ত উন্মাদনা, শুরু হয়েছে কঙ্গনা-উরফির টুইট ফাইট
কঙ্গনা এবং উরফি।

| Edited By: Sneha Sengupta

Jan 30, 2023 | 8:36 PM

টুইটারে ফিরে এসেছেন কঙ্গনা রানাওয়াত। ফেরা মাত্রই তিনি নানাবিধ মন্তব্য করা শুরু করে দিয়েছেন। সেই কাজগুলির মধ্যে অন্যতম হল, বলিউডি সদস্য়ের বিষয়ে মন্তব্য করা। প্রথমেই তাঁর নিশানায় ছিল শাহরুখ খানের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘পাঠান’। যা দেখে, পাকিস্তানের মানুষদের সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য তিনি কটাক্ষ করেছেন। তা দেখে কঙ্গনাকেই কটূক্তি করেছেন অনেকে। বলেছেন, ‘পাঠান’ একদিনে যা রোজগার করেছে, তা হয়তো কঙ্গনার সারাজীবনে রোজগার। কিন্তু তিনি তাতেও খান্ত হননি। তাঁর সাম্প্রতিক টুইটে তিনি লিখেছেন, ভারতীয়রা খান এবং অল্প বয়সি মুসলমান মেয়েদের নিয়ে বেশি মাতামাতি করে।

এ সমস্ত দেখে মুখ খুলেছেন ‘ফ্যাশনিস্তা’ এবং অভিনেত্রী উরফি জাভেদ। কঙ্গনা কেন শিল্পীদের নিয়ে বিভেদ করেন, তা নিয়ে প্রশ্ন করেছেন তিনি। পাল্টা কঙ্গনাও বলেছেন, যতক্ষণ না কোনও সমান সিভিল কোড তৈরি হচ্ছে এই বিভেদ থাকবেই।

টুইটারে প্রত্যাবর্তন করেই ‘পাঠান’কে কটাক্ষ করার জন্য কঙ্গনা চক্ষুশূল হয়েছেন অনেকের নজরে। দু’রকম কথা বলার জন্য তাঁকেও কটাক্ষ শুনতে হয়েছে নেটিজ়েনদের থেকে। যদিও এ সবে কিছুই যায় আসেনি শাহরুখ খানের। ছবির আয় প্রায় ৫৪২ কোটি টাকা। ষষ্ঠ দিনে এর আয় ছাড়িয়ে যেতে পারে ‘আরআরআর’ কেও। সম্প্রতি মন্নতে হয়ে গেল ‘পাঠান’-এর সাকসেস পার্টিও।