TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস
Jun 20, 2021 | 9:19 PM
বাবা-ছেলে দুজনেই অভিনেতা, কিন্তু একসঙ্গে এক ছবিতে কাজ করার সুযোগ হয়নি, এ উদাহরণ রয়েছে প্রচুর। তবে জীবনে অন্তত পক্ষে একটি ছবিতে বাবার সঙ্গে অভিনয় করার সুযোগ হয়েছে, এই উদাহরণও নেহাত কম নয়। দেখে নিন, এমনই ছয় ছবি যেখানে বাবা এবং ছেলে এক সঙ্গে অভিনয় করেছেন।
আপনে- ২০০৭ সালে মুক্তি পাওয়া এই ছবিতে এক ফ্রেমে দেখা গিয়েছিল ধর্মেন্দ্র, সানি দেওল এবং ববি দেওলকে
বান্টি অউর বাবলি- বাবা-ছেলে এই ছবিতে চোর-পুলিশ। বচ্চন এবং ছোটে বচ্চনের কেমিস্ট্রি ছিল এই ছবির অন্যতম ইউএসপি
মুন্না ভাই এমবিবিএস- রাজকুমার হিরানীর এই ছবিতে একসঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল সঞ্জয় দত্ত এবং বাবা সুনীল দত্তকে।
বেশারাম- এই ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। কিন্তু ছবিতে দেখা গিয়েছিল রণবীর কাপুর এবং ঋষি কাপুরকে। রণবীর গাড়ি-চোর, এবং ঋষি পুলিশ। মজার ব্যাপার ছবিতে ছিলেন মা নিতু কাপুরও।
কুছ তো হ্যায়- ছবিতে ছিলেন তুষার কাপুর। হরর এই ছবিতে অভিনয় করেছিলেন জিতেন্দ্রও।
একে ভার্সেস একে- অনিল কাপুর অভিনয় করেছিলেন। ছিলেন ছেলে হর্ষ বর্ধন কাপুরও। দেখা গিয়েছিল অনিল কন্যা সোনম কাপুরকেও।