সম্প্রতি সেন্সর বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান এবং পরিচালক পহলাজ নিহালনি বলিউডের তারকাদের সঙ্গে তাঁর সমীকরণ সম্পর্কে কথা বলেছেন। বলেছেন, তাবড় পরিচালকদের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা প্রসঙ্গেও। ‘শোলা অউর শবনম’, ‘ইলজ়াম’, ‘আন্দাজ়’-এর মতো ১০টি ছবিতে কাজ করেছেন তিনি। কাজ করেছেন প্রয়াত অভিনেত্রী দিব্যা ভারতীর সঙ্গেও। এক সাক্ষাৎকারে কথা বলতে গিয়ে পহলাজ বলেন, কেন একটি ছবিতে তাঁর সঙ্গে কাজ করতে রাজি হননি দিব্যা। পহলাজের ‘আঁখে’ ছবিতে চাঙ্কি পাণ্ডের সঙ্গে অভিনয় করার কথা ছিল দিব্যার। কিন্তু তিনি রাজি ছিলেন না। অনেক সমস্যা তৈরি করেছিলেন দিব্যা।
একবার সানি দেওলের সহকারী পহলাজকে ছবি দেখিয়েছিলেন দিব্যার। সেই সময় তিনি বলেছিলেন, তাঁর ছবিতে অভিনয় করতে গেলে ওজন কমাতে হবে দিব্যাকে। কিন্তু যে সময় ওজন কমিয়েছিলেন দিব্যা, ‘শোলে অউর শবনম’-এর শুটিং শেষ হয়ে গিয়েছিল। মাত্র ৫-৬দিনই বাকি ছিল শুটিংয়ের। নায়িকা ছাড়াই শুটিং করতে হয়েছিল। পহবাজ বলেছেন, “যখন প্রথম দিব্যাকে দেখি, ওর ব্যক্তিত্ব আমার ভাল লেগেছিল। তাই তাঁকে আরও অনেক ছবিতে কাস্ট করেছিলাম।”
‘আঁখে’ ছবির জন্য নায়িকা হিসেবে দিব্যাকেই কাস্ট করেছিলেন পহলাজ। তখন দিব্যা জানতে পারেন, তাঁকে অভিনেতা চাঙ্কি পাণ্ডের বিপরীতে কাস্ট করা হচ্ছে। ভয়ানক রেগে গিয়েছিলেন দিব্যা। ভয় দেখাতে শুরু করেছিলেন সক্কলকে। পরিচালকের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন তিনি। দেখা করা মাত্রই জানতে চেয়েছিলেন ছবিতে চাঙ্কির বিপরীতে কাস্ট করার খবর সত্যি কি না? সত্যি জানতে পেরে ছবি ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন দিব্যা।
৯০-এর দশকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ছিলেন দিব্যা ভারতী। প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালাকে বিয়ে করেন ১৯৯২ সালে। বিয়ের এক বছরের মাথাতেই মুম্বইয়ের বাড়ির বারান্দা থেকে নীচে পড়ে মৃত্যু হয় তাঁর।