Naseeruddin-Anupam: দুই কিংবদন্তির বিবাদ! তাঁকে ‘ক্লাউন’ বলার প্রতিশোধ নাসিরের উপর কীভাবে নিলেন অনুপম?

Naseeruddin Shah on Anupam Kher: মনের কথা অকপটে বলার জন্য তীব্রভাবে কটাক্ষের শিকার হন নাসিরউদ্দিন শাহ। তাঁকে নিয়ে ভীষণরকম বিতর্ক তৈরি হয়। বিবেক অগ্নিহোত্রী পরিচালিত 'দ্যা কাশ্মীর ফাইলস' ছবিকে সমালোচনা করার জন্য বিতর্ক তৈরি করেছিলেন কিছুদিন আগেই। সেই ছবিতে অভিনয় করেছিলেন অনুপম খের। নাসিরউদ্দিন শাহ অভিনীত 'আ ওয়েডনেস ডে'-তে তাঁর সহ-শিল্পী হিসেবে কাজ করেছিলেন অনুপম।

Naseeruddin-Anupam: দুই কিংবদন্তির বিবাদ! তাঁকে ক্লাউন বলার প্রতিশোধ নাসিরের উপর কীভাবে নিলেন অনুপম?
নাসিরউদ্দিন এবং অনুপম।

| Edited By: Sneha Sengupta

Nov 21, 2023 | 1:54 PM

হিন্দি ছবির জগতের দু’জন অন্যতম গুরুত্বপূর্ণ অভিনেতা নাসিরউদ্দিন শাহ এবং অনুপম খের। বাণিজ্যিক এবং প্যারালল–দুটি ঘরানার ছবিতেই সমানতালে অভিনয় করেছেন তাঁরা। পেয়েছেন বিপুল খ্যাতি এবং প্রতিপত্তি। ফিল্ম ইন্ডাস্ট্রিতে কিংবদন্তি তারকার জায়গা পেয়েছেন তাঁরা। একাধিক ছবিতে একসঙ্গে কাজ করলেও বছর খানেক আগে দুই তারকার মধ্যে সমস্যা তৈরি হয়েছিল।

মনের কথা অকপটে বলার জন্য তীব্রভাবে কটাক্ষের শিকার হন নাসিরউদ্দিন শাহ। তাঁকে নিয়ে ভীষণরকম বিতর্ক তৈরি হয়। বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্যা কাশ্মীর ফাইলস’ ছবিকে সমালোচনা করার জন্য বিতর্ক তৈরি করেছিলেন কিছুদিন আগেই। সেই ছবিতে অভিনয় করেছিলেন অনুপম খের। নাসিরউদ্দিন শাহ অভিনীত ‘আ ওয়েডনেস ডে’-তে তাঁর সহ-শিল্পী হিসেবে কাজ করেছিলেন অনুপম।

সেই সহ-অভিনেতা সম্পর্কে নাসির বলেছেন, “অনুপমের মতো মানুষ খুবই কথা বলেন। আমার মনে হয় না তাঁকে গুরুত্ব দেওয়ার দরকার আছে। তিনি ‘ক্লাউন’। এনএফডি এবং এফটিআইআই-এ তাঁর সমসাময়িকরা আমার এই কথাকে সমর্থনই করবেন। ওঁর রক্তেই আছে বিষয়টা।”

নাসির তাঁকে ‘ক্লাউন’ বলবেন, আর তিনি চুপ করে থাকবেন, তেমন মানুষ কিন্তু নন অনুপম খের। এই মর্মে টুইটারে (বর্তমানে এক্স) একটি ভিডিয়ো শেয়ার করেছেন তিনি। ক্ষিপ্ত অনুপম বলেছেন, “তোমার ব্যাপারে কোনওদিনও কোনও খারাপ কথা বলিনি আমি। কিন্তু এবার বলব। তুমি সারাটা জীবন হতাশায় কাটিয়েছ। এতকিছু অর্জন করার পরও হতাশামুক্ত হতে পারোনি। তুমি দিলীপ কুমার সাহেব, অমিতাভ বচ্চন, রাজেশ খান্না, শাহরুখ খান, বিরাট কোহলিদের সমালোচনা করো। কেউই কিন্তু তোমার কোনও মন্তব্যকে গুরুত্ব দেননি। আমরা জানি, এতগুলো বছরেও তুমি ঠিক এবং ভুলের পার্থক্য বুঝে উঠতে পারোনি।” এরপর হুংকার ছেড়ে অনুপম বলেছেন, “তুমি কি জানো আমার রক্তে কী আছে? হিন্দুস্তান। এটা বোঝো।”