Priyanka Chopra: ‘আমি যদি পুরুষ হতাম’, মেয়ে হওয়ার কোন সমস্যা নিয়ে অস্বস্তিতে পিগি চপস

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jul 03, 2023 | 8:52 PM

Gossip: মেয়েদের ক্ষেত্রে অনেক কিছু মাথায় রাখতে হয়। এমন কি চুলে করা কার্লটা নিয়েও টেনশন হয়। সোজা হয়ে বসে থাকতে হয় এক জায়গায়।

Priyanka Chopra: আমি যদি পুরুষ হতাম, মেয়ে হওয়ার কোন সমস্যা নিয়ে অস্বস্তিতে পিগি চপস

Follow Us

প্রিয়াঙ্কা চোপড়া, বরাবরই তিনি স্পষ্ট কথা বলতে দুবার ভেবে দেখেন না। কেরিয়ারের শুরু থেকেই তাঁর এই রূপ দেখে এসেছেন ভক্তরা। তাঁর মনে যা, মুখেও তাই। যার জেলে একাধিকবার কটাক্ষের শিকার হতে হয়েছে প্রিয়াঙ্কা চোপড়াকে। একবার তিনি নিজেই জানিয়েছিলেন, যদি তিনি ছেলে হতেন, তাহলে বেশ ভাল হতো। মেয়ে হয়ে তিনি মোটেই ভাল নেই। সিমি গেরেওয়ালের সঙ্গে এক সাক্ষাৎকারে মেকআপ করতে করতে এমনই মন্তব্য করে ফেলেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। জানিয়েছিলেন তিনি যদি পুরুষ হতেন তাহলে এত সমস্যায় পড়তে হতো না। সেদিন ঠিক কোন সমস্যার কথা বলেছিলেন অভিনেত্রী! রাখঢাক না করে ব্যাখ্যা দিলেন তারও। স্পষ্টই জানালেন, ছেলেরা একটি জিন্স ও টি-শার্ট পরে চলে আসতে পারেন প্রকাশ্যে।

মেয়েদের ক্ষেত্রে অনেক কিছু মাথায় রাখতে হয়। এমন কি চুলে করা কার্লটা নিয়েও টেনশন হয়। সোজা হয়ে বসে থাকতে হয় এক জায়গায়। বিন্দুমাত্র নড়াচড়া করা যাবে না। পোশাকের ক্ষেত্রেও হতে হয় বেশ সচেতন ও অযত্নশীল। এই বিষয়টা নাকি প্রিয়াঙ্কা চোপড়ার কাছে বেজায় অস্বস্তিকর। অভিনেত্রী মনে করেন এই সাজা গোজার থেকে অনেক বেশি শান্তির পুরুষদের ফরমাল লুক। যার জেরে তাঁদের খুব একটা সমস্যায় পড়তে হয় না। তবে অভিনেত্রীদের এই সাজ পোশাকের জন্যই বেশ কিছুটা সময় বরাদ্দ রাখতে হয়। অনেকটা সময় ধরেই তাঁদের নিজেকে তৈরি করতে হয়। সবমিলিয়ে প্রিয়াঙ্কা চোপড়ার অভিযোগ একটাই, পুরুষ হলে, এত সমস্যা হয় না, যা মহিলাদের মেকআপ লুক আর পোশাক নিয়ে হয়ে থাকে। যদিও সেই প্রিয়াঙ্কা চোপড়ায় গোটা দেশের কাছে ফ্যাশন আইকন। তাঁর প্রতিটা ফ্যাশন স্টেটমেন্ট সাধারণ মানুষ রা নকল করে থাকেন। তবে সেই প্রিয়াঙ্কাই খুব একটা খুশি নন এই পোশাক ও সাজ ম্যানেজমেন্টের বিষয়।

Next Article