AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

এক সময়ে বাতিল হয়েছিলেন, আজ সোনুর ছবি প্রকাশ পেল সেই ম্যাগাজিনেই

সোনুকে একটি ম্যাগাজিন বেশ কিছু বছর আগে বাতিল করে দেয়। এত বছর পর সেই ম্যাগাজিন কভারে এখন সোনু।

এক সময়ে বাতিল হয়েছিলেন, আজ সোনুর ছবি প্রকাশ পেল সেই ম্যাগাজিনেই
সোনু সুদ।
| Updated on: May 30, 2021 | 4:37 PM
Share

এক সময় বাতিল হতে হয়েছিল তাঁকে। বাতিল করে দিয়েছিলেন একটি জনপ্রিয় ম্যাগাজিনের তৎকালীন কর্তারা। এত বছর পর তাঁরাই ফের যোগ্য সম্মান দিলেন। এক সময়ে বাতিল হয়ে গেলেন, আজ যিনি যোগ্য সম্মান পেলেন, তিনি এই মুহূর্তে গরীবদের ‘মসীহা’ সোনু সুদ (Sonu Sood)।

শুধু অভিনয় নয়। সোনু মডেলিংও করেন। তবে করোনা আতঙ্কের দিনে সে সব পরিচয় পিছনে চলে গিয়েছে। সোনু এখন কার্যত অসহায় মানুষের কাছে ঈশ্বর সম। নিজের সামর্থ্য অনুযায়ী দিনভর অসুস্থ মানুষের পাশে থাকার চেষ্টা করছেন তিনি। এ হেন সোনুকে একটি ম্যাগাজিন বেশ কিছু বছর আগে বাতিল করে দেয়। এত বছর পর সেই ম্যাগাজিন কভারে এখন সোনু। আজ সেই ম্যাগাজিন কর্তৃপক্ষ সাদর আমন্ত্রণ জানিয়েছেন অভিনেতাকে।

নির্দিষ্ট সেই ম্যাগাজিনের কভারে নিজের ছবি টুইট করে সোনু লিখেছেন, ‘একটা সময় পাঞ্জাবে স্টারডাস্ট ম্যাগাজিনের অডিশনের জন্য আমি আমার ছবি পাঠিয়েছিলাম। কিন্তু আমাকে বাতিল করে দেওয়া হয়। আজ স্টারডাস্টের এত সুন্দর কভারের জন্য ধন্যবাদ। আমি কৃতজ্ঞ।’

গত বছর করোনার জেরে লকডাউন থেকে শুরু করে, চলতি বছর করোনার দ্বিতীয় ঢেউ সুনামির মতো আছড়ে পড়া পর্যন্ত একই রকম ভাবে সাধারণের পাশে থাকার চেষ্টা করছেন সোনু। বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাহায্যের আবেদন নিয়ে সোনুর সঙ্গে যোগাযোগ করেন সাধারণ মানুষ। এর মধ্যে তিনি নিজেও আক্রান্ত হয়েছিলেন। কিন্তু সুস্থ হয়ে ফের শুরু হয়েছে সাধারণের পাশে থাকার লড়াই। অভিনেতার এই সাহায্যকে কুর্নিশ জানিয়েছেন অনুরাগীরা।

আরও পড়ুন, হারিয়ে যাওয়ার ইঙ্গিত দিলেন শ্রাবন্তী, কোথায় খুঁজবেন তাঁকে?