Amitabh Bachchan: শাহরুখ নাকি অমিতাভের পুত্র, তেমনটাই মনে করে এই খুদে…

Amitabh at 80: এই খুদে মনে করে সে অমিতাভের নাতি, বিষয়টি জেনে অমিতাভের প্রতিক্রিয়া কী ছিল জানেন?

Amitabh Bachchan: শাহরুখ নাকি অমিতাভের পুত্র, তেমনটাই মনে করে এই খুদে...
অমিতাভ ও আব্রাম।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 11, 2022 | 5:45 PM

ছোটদের দুনিয়া বড়ই সরল ও সহজ। একটা বয়স পর্যন্ত বাচ্চারা মনে করে টিভির পর্দায় কিংবা সিনেমার স্ক্রিনে সে যা দেখানো হচ্ছে, সেটাই বুঝি সত্যি। ঠিক তেমনটাই ঘটেছে এক তারকা সন্তানের জীবনে। সেই তারকা সন্তান মনে করত, অমিতাভ বচ্চন তার ঠাকুরদা। তার বাবা অমিতাভের ছেলে। এবং এটা ভেবে সে খুবই কষ্ট পেত, তার বাবা কেন ঠাকুরদার সঙ্গে থাকে না।

সেই খুদে আর কেউ নয়, শাহরুখ খানের কনিষ্ঠ সন্তান আব্রাম। একাধিক ছবি, যেমন ‘বীর জ়ারা’, ‘কভি খুশি কভি ঘম’-এ বাবা-ছেলের চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন এবং শাহরুখ খান। পর্দার বাইরেও তাঁদের মধ্যে সম্পর্ক ভাল। পর্দায় এতবার ছবিগুলো আব্রাম দেখেছে যে, তার সরল মন বিশ্বাস করে নিয়েছে, অমিতাভ বচ্চন তার ঠাকুরদা। তার বাবা অমিতাভ তাঁর ছেলে। বাবা শাহরুখ কেন ঠাকুরদার সঙ্গে একই বাড়িতে থাকেন না, তাই নিয়েও আব্রামের মনে কষ্ট জমে ওঠে।

একটি পার্টিতে অমিতাভের কন্যা শ্বেতা বিগ বি-র সঙ্গে আব্রামের আলাপ করিয়ে দেয়। সেই সময় অমিতাভ জানতে পারে খুদে তারকা সন্তান তাঁকে নিজের ঠাকুরদা মনে করে।

সেই সাক্ষাতের মুহূর্তের কিছু ছবি আব্রাম শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। তিনি লিখেছিলেন, “এই ছোট্ট ছেলে আব্রাম, শাহরুখের ছোট্টটা মনে করে আমি ওর ঠাকুরদা। মনে করে আমি শাহরুখের বাবা। কষ্ট পায় এটা ভেবে আমি কেমন ওদের সঙ্গে একই বাড়িতে থাকি না।”

সেই পোস্টের নীচে রিপ্লাই করেছিলেন স্বয়ং শাহরুখ। তিনি লিখেছিলেন, “স্যার, আমাদের বাড়ি কখনও-সখনও আসা-যাওয়া করুন আপনি। শনিবারগুলো আব্রামের সঙ্গে প্লিজ় সময় কাটিয়ে যান। আব্রামের আইপ্য়াডে দারুণ কিছু খেলা আছে। আপনি ওর সঙ্গে ডুডল জাম্পও খেলতে পারেন।”