Salman Khan: বুক খোলা পোশাক নিয়ে নির্দেশিকা সলমনের, শুটিং সেটে মেয়েদের মানতে হত এই নিয়ম…

Cine Gossip: ছবির শুট ও সলমনের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন পলক। কী জানালেন অভিনেত্রী?

Salman Khan: বুক খোলা পোশাক নিয়ে নির্দেশিকা সলমনের, শুটিং সেটে মেয়েদের মানতে হত এই নিয়ম...

| Edited By: জয়িতা চন্দ্র

Apr 13, 2023 | 3:06 PM

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। মুক্তি পেতে চলেছে কিসি কি ভাই কিসি কি জান ছবি। তিন বছর পর বড় পর্দায় ফিরছেন ভাইজান। না, কেবল তিনি একাই নন, এবার তাঁর হাত ধরে দুই স্টারের জন্ম হচ্ছে বলিউডের বড়পর্দায়। একজন গহলেন শেহনাজ় গিল অন্যজন হল শ্বেতা তিওয়ারি কন্যা পলক তিওয়ারি। যদিও ছবির প্রচারে পলকের নাম খুব একটা উঠে আসতে দেখা যায় না। তবে এবার ছবির শুট ও সলমনের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন পলক। কী জানালেন অভিনেত্রী?

পোশাক নিয়ে নাকি কড়া নির্দেশ ছিল সলমন খানের। সম্প্রতি এক সাক্ষাৎকারে ঝড়ের গতিতে ভাইরাল হলেন তিনি। তিনি জানালেন, সেটে বেশি ডিপকাট পোশাক পরার অনুমতি ছিল না। গলা বেশি খুলে রাখা যাবে না। সলমন খানের এই নিয়ম মেনেই সেটে প্রবেশ করতে হত। মহিলারা সেটে খোলামেলা পোশাক পরবে তাঁর পছন্দ ছিল না। শার্ট আর জগারই পছন্দ করতেন সলমন।

সেলেবমানেই প্রাণ খোলা ফ্যাশন, সেলেব মানেই পোশাকের ক্ষেত্রে এক বাড়তি স্বাধীনতা। কিন্তু সলমনের সামনে এসব চলে না। ইচ্ছে মতো খোলামেলা পোশাক পরে তাঁর সেটে থাকা যায় না। প্রথমবার ভাইজানের সঙ্গে কাজ করেই তা মালুম পেলেন পালাক। অতিরিক্ত নেকলাইন-এর পোশাক পরা যাবে না।

কারণও খোলসা করেন পলক। তিনি জানান, সলমন সাবেকি মানসিকতার। তিনি চান তাঁর চারপাশের সকল মহিলারা যেন সুরক্ষীত থাকে। তবে কে কী পরবে তা কখনই সলমন বেঁধে দিতে চাইতেন না, বরং তিনি চাইতেন, সকলে এমন পোষাক পরুক যাতে কোনও অপৃতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, কেউ অস্বস্তিতে না পড়ে।

বড় পর্দায় শ্বেতা কন্যার এটাই প্রথম কাজ। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল এই খবর। যদিও পলকের চরিত্র শেহনাজ়ের মত এত গুরুত্বপূর্ণ ছিল না। যার ফলে খুব একটা প্রচারে পলককে দেখা গেল না। তবে এই ছবি যে ভাগ্য খুলে দিল পলকের তা আর বলার অপেক্ষা রাখে না। শেহনাজ় গিল ও পলক তিওয়ারি, দুই স্টারকে পেতে চলেছে সিনেপাড়া।