Pankaj Tripathi: হুলস্থূল কাণ্ড! পর্দায় ‘সত্যি’ ফোটাতে গিয়ে অজ্ঞান পঙ্কজ ত্রিপাঠি

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Aug 12, 2023 | 3:10 PM

Pankaj Tripathi: সে কী! অভিনয় করতে গিয়ে শেষমেশ এই অবস্থার মধ্যে পড়তে হয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠিকে!

Pankaj Tripathi: হুলস্থূল কাণ্ড! পর্দায় সত্যি ফোটাতে গিয়ে অজ্ঞান পঙ্কজ ত্রিপাঠি
পঙ্কজ ত্রিপাঠি।

Follow Us

 

২০১২ সালে মুক্তি পেয়েছিল ‘অগ্নিপথ’-এর রিমেক। মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল হৃতিক রোশনকে। ওই ছবিতে এক বিশেষ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল পঙ্কজ ত্রিপাঠিকেও। না মুখ্য চরিত্রে ছিলেন না তিনি। বরং তাঁকে দেখা গিয়েছিল, ‘কাঞ্ছা চিনা’ ওরফে সঞ্জয় দত্তের এক সহকারী রূপে। ওই ছবির শেষ দৃশ্যের কথা মনে আছে? যে দৃশ্যে তাঁকে ছুরি মারছেন হৃতিক? সেই দৃশ্যে অভিনয় করতে গিয়েই বড় বিপর্যয় ঘটে যায় পঙ্কজের সঙ্গে।

তাঁর কথায়, “হৃতিকের ৩ থেকে ৪ বার আমায় আঘাত করার কথা ছিল। ভাল শট দেওয়ার জন্য আমি শ্বাস আটকে রেখেছিলাম। আমি তো আর জানি না যে মানুষকে ছুরি মারলে তাঁর কেমন অনুভূতি হিতে পারে। সে কারণেই নিয়েছিলাম এই পন্থা। যদি এখনও ওই দৃশ্যগুলি দেখেন, তবে দেখবেন আমার চোখ পুরো লাল হয়ে আছে। আমার মনে আছে, দ্বিতীয় অথবা তৃতীয় টেকে আমি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম।” তিনি যোগ করেন, “ক্যামেরা চলছিল, কিন্তু আমি পড়ে যাই। আমার মনে হয়, অনভিজ্ঞ হওয়ার কারণে আমি হয়তো প্রয়োজনের থেকে বেশি সময় ধরে নিজের শ্বাস আটকে রেখেছিলাম। আমার চোখে মুখে জল ছেটানো হয়। যখন জ্ঞান ফেরে দেখি আমায় ঘিরে বহু মানুষ দাঁড়িয়ে রয়েছেন।” সত্যি তো! অভিনেতা হওয়া কি কম ঝক্কি!

প্রসঙ্গত, ওই ছবি বক্স অফিসে ব্যাপক সাফল্য লাভ করেছিল। ছবিতে হৃতিক-পঙ্কজ ছাড়াও ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া, সঞ্জয় দত্ত ও ক্যাটরিনা কাইফ। ঋষি কাপুরকেও দেখা গিয়েছিল এক বিশেষ চরিত্রে।

 

Next Article