Parineeti Chopra: জল্পনাই তবে সত্যি! রাজ্যসভার সর্বকনিষ্ঠ সাংসদকেই বিয়ে পরিণীতির?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Mar 26, 2023 | 5:39 PM

Parineeti Chopra: বৃহস্পতিবার মুম্বইয়ের এক নামাজাদা হোটেলে একসঙ্গে দু’জনে লাঞ্চ করতে গিয়েছিলেন। পাপারাৎজিও হাজির হয়ে যান সেখানে। আর সেখানেই মুঠোফোনে বন্দি হয় তাঁদের ছবি।

Parineeti Chopra: জল্পনাই তবে সত্যি! রাজ্যসভার সর্বকনিষ্ঠ সাংসদকেই বিয়ে পরিণীতির?
রাজ্যসভার সর্বকনিষ্ঠ সাংসদকেই বিয়ে পরিণীতির?

Follow Us

 

জল্পনা চলছিলই বেশ কিছ দিন ধরে। অবশেষে সেই জল্পনাই যেন সত্যি হতে চলেছে। ঘনিষ্ঠ মহল জানাচ্ছে এমনটাই। ব্যাচেলর ট্যাগ কাটিয়ে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন পরিণীতি চোপড়া। পাত্রও নাকি ঠিক। রাজ্যসভার সর্বকনিষ্ঠ সাংসদ, আম আদমি পার্টি নেতা রাঘব চাড্ডাকেই নাকি বিয়ে করতে চলেছেন নায়িকা। যদিও এই সম্পর্ক নিয়ে নীরব দু’জনেই। তবে সংবাদমাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ইতিমধ্যেই নাকি দুই পরিবারের মধ্যে কথা এগিয়েছে বেশ কিছুটা। বিয়ে নিয়ে চলেছে আলোচনা। চলছে বাগদানের তারিখ বাছার কাজও। সূত্র বলছে, “এখনও পর্যন্ত কিছু অফিসিয়াল নয়। খুব শীঘ্রই হয়তো কিছু একটা ঠিক করা হবে। দুজনেই ভীষণ ব্যস্ত, তাই এমন একটা দিন বেছে নিতে হবে যেদিন দুজনেই সময় বের করতে পারবে।”
কোথা থেকে গুঞ্জনের সূত্রপাত?

বৃহস্পতিবার মুম্বইয়ের এক নামাজাদা হোটেলে একসঙ্গে দু’জনে লাঞ্চ করতে গিয়েছিলেন। পাপারাৎজিও হাজির হয়ে যান সেখানে। আর সেখানেই মুঠোফোনে বন্দি হয় তাঁদের ছবি। এর পরেই বাড়ে জল্পনা। তবে এখানেই শেষ নয়। এর আগেও বেশ কয়েক বার তাঁদের একসঙ্গে ঘুরতে দেখা গিয়েছে। শুধু বৃহস্পতিবারই নয়, বুধবার রাতে গোরেগাঁওয়ের এক রেস্তরাঁয় দেখা যায় তাঁদের। সেখানেও ক্যামেরাবন্দি হন তাঁরা। আর এর পরেই বেড়েছে জল্পনা। লন্ডন স্কুল অব ইকোনমিক্সে দু’জনে একসঙ্গে পড়াশোনা করেছেন। এর পর দুজনের কেরিয়ার আলাদা হয়ে গেলেও বন্ধুত্ব ফিকে হয়নি। দুজনেই ঘুরতে ভালবাসেন। রয়েছে চরিত্রগত মিলও। আর সেই কারণেই নাকি সম্পর্ক এগিয়েছে আরও এক ধাপ, বলছে ঘনিষ্ঠ মহল। পরিণীতি এই মুহূর্তে চুপ। যদিও মুখ খুলেছেন রাঘব। সাংবাদিকরা তাঁকে পরিণীতি নিয়ে প্রশ্ন করতেই, তিনি বলেন, “পরিণীতি নয় রাজনীতি নিয়ে আমায় প্রশ্ন করুন।”

 

পরিণীতি ও রাঘব।

আগে নিজের সিঙ্গল থাকা নিয়ে মুখ খুলেছিলেন তিনি। অভিনেত্রী বলেন, “আমায় শুধু একটা ছেলে খুঁজে দিতে হবে। তাহলেই কেল্লাফতে। যদি কেউ থাকে তবে দিন না। আমি শুনছি।” তিনি আরও বলেন, “আমার বিয়ের ইচ্ছে রয়েছে। ইচ্ছে রয়েছে সন্তান ধারণেরও। আমি এমন একটা কেরিয়ার চাই যাতে উত্থান ও পতন দুই-ই থাকবে।” সমসাময়িক তারকাদের বিয়ে করতে দেখেই কি তাঁর মনেও বিয়ের ফুল? তাঁর উত্তর, “ওরা আমার বন্ধু। বহুদিন ধরে অনেকের প্রেম জীবনের সম্পর্কে ওয়াকিবহাল আমি। বিয়ে সব সময়েই পরবর্তী পদক্ষেপ। যেদিন মনের মানুষকে খুঁজে পেয়ে যাব, ভালবাসব। বিয়ে করতে চাইব।” সেই দিনকি তবে আসন্ন? গুঞ্জন বলছে তেমনটাই।

Next Article