অপেক্ষার অবশান। রবিবার থেকেই তুঙ্গে ছিল ভক্তদের উত্তেজনার পারদ। চার বছরের অপেক্ষার পর মুক্তি পেতে চলেছে শাহরুখ খানের (Shah Rukh Khan) ছবি। ফলে ভক্তদের কাউন্ট ডাউন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। পাঠান (Pathaan) ছবির ট্রেলার মুক্তির পর সকলেই অপেক্ষায় ছিলেন শাহরুক খান ও দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) প্রথম গান মুক্তির। ছবি মুক্তি পাওয়ার দেড়মাসের মাথায় এবার ভক্তদের সেই চমক দিল ছবি নির্মাতা সংস্থা। রবিবার সেই সুখবরই শেয়ার করে নিয়েছিলেন তিনি। প্রকাশ্যে জানিয়েছিলেন সোমবার সকালেই ভক্তদের জন্য অপেক্ষায় রয়েছে চমক। ঝড়ের গতিতে তা ভাইরাল হয় নেট পাড়ায়। মুক্তির প্রথম ত্রিশ মিনিটেই তা ভিউ ছাড়াল ৮ লক্ষ। তবে বেশরম গান যেন পলকে মনে করিয়ে দিতে পারে হৃত্বিক রোশন ও বাণী কাপুর অভিনীত ছবি ওয়ার-এর ঘুঙরু গানের কথা।
একই লুকে বিকিনি শটে শুরু গান, দীপিকা যদিও প্রতিটা পলকে নিজের বোল্ড লুকে কাত করলেন ভক্তদের। বিকিনি হোক বা মোনোকিনি, তাঁর শরীরী ভাঁজে এক কথায় বেশরম গান হিট। অন্যদিকে একইভাবে শাহরুখকেও ভক্তরা কখনও এই লুকে দেখেননি। ফলে তাঁর উপস্থাপনায় এক কথায় তাক লাগল নেটপাড়ার। সুঠাম চেহারা, হট লুকে কিং খান এখানে সম্পূর্ণ অন্য ধাঁচে ধরা দিলেন।
দীপিকার সঙ্গে পায়ে পা মিলিয়ে তিনি নাচ থেকে শুরু করে রোম্যান্সে বাজিমাত করলেন। কমেন্ট বক্সে মুহূর্তে ভক্তদের মন্তব্য সকলের নজরে, বলিউডকে বয়কট করা যায়, কিন্তু কিং খানকে বয়কট করা যায় না। সোশ্যাল মিডিয়ায় এমনই মন্তব্য ঝড়ের গতিতে ভাইরাল। তবে শাহরুখ-দীপিকা রসায়নে ভরপুর এই ছবির প্রথম গানে বক্তদের কাছে প্রাপ্তী এটাই। লোকেশন শুট থেকে শুরু করে উপস্থাপনা, সকলের নজর কাডডে। বিশাল-শেখরের কম্পোজ়িশনে বেশরম গান সোমবার দিনভর ট্রেন্ডে।
অপেক্ষার অবশান। রবিবার থেকেই তুঙ্গে ছিল ভক্তদের উত্তেজনার পারদ। চার বছরের অপেক্ষার পর মুক্তি পেতে চলেছে শাহরুখ খানের (Shah Rukh Khan) ছবি। ফলে ভক্তদের কাউন্ট ডাউন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। পাঠান (Pathaan) ছবির ট্রেলার মুক্তির পর সকলেই অপেক্ষায় ছিলেন শাহরুক খান ও দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) প্রথম গান মুক্তির। ছবি মুক্তি পাওয়ার দেড়মাসের মাথায় এবার ভক্তদের সেই চমক দিল ছবি নির্মাতা সংস্থা। রবিবার সেই সুখবরই শেয়ার করে নিয়েছিলেন তিনি। প্রকাশ্যে জানিয়েছিলেন সোমবার সকালেই ভক্তদের জন্য অপেক্ষায় রয়েছে চমক। ঝড়ের গতিতে তা ভাইরাল হয় নেট পাড়ায়। মুক্তির প্রথম ত্রিশ মিনিটেই তা ভিউ ছাড়াল ৮ লক্ষ। তবে বেশরম গান যেন পলকে মনে করিয়ে দিতে পারে হৃত্বিক রোশন ও বাণী কাপুর অভিনীত ছবি ওয়ার-এর ঘুঙরু গানের কথা।
একই লুকে বিকিনি শটে শুরু গান, দীপিকা যদিও প্রতিটা পলকে নিজের বোল্ড লুকে কাত করলেন ভক্তদের। বিকিনি হোক বা মোনোকিনি, তাঁর শরীরী ভাঁজে এক কথায় বেশরম গান হিট। অন্যদিকে একইভাবে শাহরুখকেও ভক্তরা কখনও এই লুকে দেখেননি। ফলে তাঁর উপস্থাপনায় এক কথায় তাক লাগল নেটপাড়ার। সুঠাম চেহারা, হট লুকে কিং খান এখানে সম্পূর্ণ অন্য ধাঁচে ধরা দিলেন।
দীপিকার সঙ্গে পায়ে পা মিলিয়ে তিনি নাচ থেকে শুরু করে রোম্যান্সে বাজিমাত করলেন। কমেন্ট বক্সে মুহূর্তে ভক্তদের মন্তব্য সকলের নজরে, বলিউডকে বয়কট করা যায়, কিন্তু কিং খানকে বয়কট করা যায় না। সোশ্যাল মিডিয়ায় এমনই মন্তব্য ঝড়ের গতিতে ভাইরাল। তবে শাহরুখ-দীপিকা রসায়নে ভরপুর এই ছবির প্রথম গানে বক্তদের কাছে প্রাপ্তী এটাই। লোকেশন শুট থেকে শুরু করে উপস্থাপনা, সকলের নজর কাডডে। বিশাল-শেখরের কম্পোজ়িশনে বেশরম গান সোমবার দিনভর ট্রেন্ডে।