AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bolly Gossip: জনপ্রিয় ক্রিকেটারের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন পূজা হেগড়ে? 

Bolly Gossip: বাইশগজ আর সেলুলয়েডের প্রেম নতুন নয়। অতীতে এরকম বহু জুটিকে দেখা গিয়েছে। বিরাট কোহলি-অনুষ্কা শর্মা থেকে শুরু করে শর্মিলা ঠাকুর-মনসুর আলি পতৌদি--- এ উদাহরণ হাজারও। সেই তালিকায় কি যোগ হতে চলেছে আরও এক নাম? বলিপাড়ার গুঞ্জন কিন্তু তেমনটাই। বিগত বেশ কিছু দিন ধরেই চলছে এক ফিসফাস। সলমনের নায়িকা পূজা হেগড়ে নাকি মন দিয়েছে এক ক্রিকেটারকে!

Bolly Gossip: জনপ্রিয় ক্রিকেটারের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন পূজা হেগড়ে? 
পূজা হেগড়ে।
| Edited By: | Updated on: Oct 06, 2023 | 7:59 PM
Share

বাইশ গজ আর সেলুলয়েডের প্রেম নতুন নয়। অতীতে এরকম বহু জুটিকে দেখা গিয়েছে। বিরাট কোহলি-অনুষ্কা শর্মা থেকে শুরু করে শর্মিলা ঠাকুর-মনসুর আলি পতৌদি— এ উদাহরণ হাজারও। সেই তালিকায় কি যোগ হতে চলেছে আরও এক নাম? বলিপাড়ার গুঞ্জন কিন্তু তেমনটাই। বিগত বেশ কিছু দিন ধরেই চলছে এক ফিসফাস। সলমনের নায়িকা পূজা হেগড়ে নাকি মন দিয়েছে এক ক্রিকেটারকে! সেই তরুণ তুর্কী মুম্বইয়ে বাসিন্দা। বিগত বেশ কিছু বছর ধরেই নাকি জমিয়ে চলছে প্রেম। লোকচক্ষুর আড়ালেই নাকি চলছে এই মন দেওয়া নেওয়ার খেলা। এও শোনা যাচ্ছে খুব শীঘ্রই নাকি বিয়ের পিঁড়িতেও বসতে চলেছেন তাঁরা। কোন ক্রিকেটার? উঠে আসছে ঈশান কিষাণের নাম।

যদিও পূজা কিন্তু এ ব্যাপারে এক্কেবারে চুপ। পূজা চুপ থাকলেও মুখ খুলেছেন তাঁর ঘনিষ্ঠ। তাঁর ঘনিষ্ঠ সূত্রের বয়ান জানাচ্ছে, এরকমটা নাকি আদপে সত্য নয়। নাম প্রকাশে অনিচ্ছুক পূজা ঘনিষ্ঠ সেই ব্যক্তির কথায়, “আপাতত এক তেলুগু ছবির স্ক্রিপ্ট নিয়ে বেজায় ব্যস্ত রয়েছেন পূজা। এক বিখ্যাত প্রযোজনা সংস্থার সঙ্গে তিনি বছরের চুক্তিও রয়েছে তাঁর। তাই বিয়ে নিয়ে যা রটেছে তা একেবারেই সত্য নয়।” তবে উল্লেখ্য, বিয়ের গুঞ্জন মিথ্যে বলে দাবি করলেও সুদর্শন ক্রিকেটারের সঙ্গে পূজার প্রেমের গুঞ্জন কিন্তু খন্ডন করেননি। বরং জিইয়ে রেখেছেন সাসপেন্স। আর তাতেই গুঞ্জনে পড়েছে ঘি। পূজা এ ব্যাপারে কবে মুখ খোলেন, এখন সেটাই দেখার।

দক্ষিণী ছবিতে পরিচিত নাম পূজা হেগড়ে। বহু হিন্দি ছবিতেও কাজ করেছেন তিনি। ‘কিসি কি ভাই কিসি কি জান’ ছবিতে সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে। ওই ছবিতে তাঁর নায়ক ছিলেন সলমন খান। তবে দুর্ভাগ্যবশত ওই ছবিটি বক্স অফিসে হিট হয়নি। তবে শুধু এই ছবিই নয়। এ ছাড়াও ‘মহেঞ্জো দাড়ো’, ‘হাউজফুল ৪’ ছবিতে দেখা গিয়েছে তাঁকে। তবে দুঃখের বিষয়, এ যাবৎ কোনও হিন্দি ছবিতেই সেভাবে নিজের ছাপ ফেলতে পারেননি পূজা।