Salman-Pooja: ২৫ বছরের বড় সলমনই নতুন বয়ফ্রেন্ড? অবশেষে মুখ খুললেন পূজা হেগড়ে

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Apr 16, 2023 | 1:45 PM

Salman-Pooja: বিগত বেশ কিছু মাস ধরেই রটেছে দক্ষিণী তারকা পূজা হেগড়ের সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন সলমন খান।

Salman-Pooja: ২৫ বছরের বড় সলমনই নতুন বয়ফ্রেন্ড? অবশেষে মুখ খুললেন পূজা হেগড়ে
সলমনই নতুন বয়ফ্রেন্ড?

Follow Us

 

বিগত বেশ কিছু মাস ধরেই রটেছে দক্ষিণী তারকা পূজা হেগড়ের সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন সলমন খান। ‘কিসি কি ভাই কিসি কি জান’ ছবিতে অভিনয় করতে গিয়েই নাকি গাঢ় হয়েছে প্রেম। ভাইজান যে এ নিয়ে কিছু বলবেন না, তা একপ্রকার নিশ্চিত। তবে এ নিয়ে দীর্ঘদিন চুপ থাকার পর অবশেষে মুখ খুলেছেন পূজা। সাক্ষাৎকারে তাঁর দাবি, এ সব ডেটিং আদপে রটনা। পূজা বলেন, “আমি সিঙ্গল। সিঙ্গল থাকতে আমার ভালই লাগে। আপাতত নিজের কেরিয়ারে ফোকাস করতে চাই।” পূজা আরও যোগ করেন, “আমার ভাল লাগছে যে মানুষের আমাদের অনস্ক্রিন রসায়ন ভাল লাগছে। এই রসায়নটাই তো আমাদের সিনেমার উল্লেখযোগ্য বিষয়।” এর আগে পূজার সঙ্গে বিভিন্ন পার্টিতে একসঙ্গে যেতে দেখা গিয়েছে সলমন খানকে। এখানেই শেষ নয়, সম্প্রতি শোনা যাচ্ছে ‘বজরঙ্গী ভাইজান’-এর সিকুয়েল বের হবে। এও শোনা যাচ্ছে, ওই ছবিতে নাকি করিনা কাপুর নয়, সলমনের বিপরীতে দেখা যাবে পূজা হেগড়েকে। এর আগে সলমন ও পূজার সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন সলমনের কাছের বন্ধু। তিনিও জানিয়েছে ‘সন্তানসম’ পূজাকে নিয়ে এ হেন রটনা আদপে কুরুচিপূর্ণ। কিন্তু গসিপ যে থামবার নয়।

৫৭তেও সিঙ্গল হিসেবে নিজেকে দাবি করেন সলমন খান। অতীতে তাঁর নাম জুড়েছে একাধিক নায়িকার সঙ্গে। জীবনে কখনও এসেছেন সোমি আলি আবার কখনও ঐশ্বর্যা রাই বচ্চন আবার কখনও বা ক্যাটরিনা কাইফ। সোমি আলি থেকে ঐশ্বর্যা— এই প্রাক্তনদের সঙ্গে আজ আর কোনও যোগাযোগ নেই ভাইজানের। অন্যদিকে ক্যাটরিনা থেকে শুরু করে সঙ্গীতা বিজলানির সঙ্গে আজও ভাল সম্পর্ক বজায় রেখে চলেন ভাইজান। উল্লেখ্য ‘কিসি কি ভাই কিসি কি জান’-ই প্রথম ছবি যে ছবিতে পূজা ও সলমন খানের রসায়ন দেখা যাবে। ইতিমধ্যেই ছবির ট্রেলার প্রকাশ পেয়েছে। যা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে নেটপাড়ায়। ছবিতে সলমন ও পূজা ছাড়াও রয়েছেন শেহনাজ গিল থেকে শুরু করে রাঘব জুয়াল, পলক তিওয়ারি, সিদ্ধার্থ নিগম সহ অনেকেই। আগামী ২১ এপ্রিল মুক্তি পাবে এই ছবি।

Next Article