Prem Chopra: ‘মানুষ এখন দুঃখ ছড়িয়ে বড্ড মজা পায়’, নিজের মৃত্যুর ভুয়ো খবর শুনে বললেন প্রেম চোপড়া

Death News Hoax: 'পূরব ও পশ্চিম'-এর অভিনেতা প্রেম চোপড়া গোটা ঘটনায় বিরক্ত। তিনি আর কী লিখেছেন?

Prem Chopra: মানুষ এখন দুঃখ ছড়িয়ে বড্ড মজা পায়, নিজের মৃত্যুর ভুয়ো খবর শুনে বললেন প্রেম চোপড়া
প্রেম চোপড়া।

| Edited By: Sneha Sengupta

Jul 27, 2022 | 7:28 PM

বুধবার (২৭.০৭.২০২২) সকালে খবর ছড়ায় প্রয়াত হয়েছেন হিন্দি ছবির বর্ষীয়ান অভিনেতা প্রেম চোপড়া। এই মিথ্যা খবর শুনে ভয়ানক চটেছেন খোদ প্রেম। ভুয়ো খবর ছড়িয়ে পড়া নিজেই আটকেছেন তৎপরতার সঙ্গে। এক প্রকার মন খারাপের সুরেই সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, “মানুষ এখন দুঃখের খবর ছড়িয়ে সুখ খুঁজে পায়… আমি আর এই পৃথিবীতে নেই, এই খবর সঠিক কি না না জেনেই আগুনের মতো ছড়িয়ে দিয়েছে চারদিকে।” এই খবর রটার পর সকাল থেকে তাঁর কাছে একের পর-এক ফোন কল আছে। একটা সময় পর তিতিবিরক্ত হয়ে ওঠেন অভিনেতা। সংবাদ মাধ্যম থেকে তাঁকে ফোন করা হলে রাগ উগরে দেন তৎক্ষণাৎ।

‘পূরব ও পশ্চিম’-এর অভিনেতা প্রেম চোপড়া বলেছেন, “আমি খুব ভাল আছি। সম্পূর্ণ সুস্থ আছি। ঈশ্বরের কৃপায় আমি বেঁচে আছি। আমি প্রেম চোপড়া, আমি বলছি এই কথা।”

প্রেম চোপড়ার মিথ্যা মৃত্যু সংবাদ রটনায় অনেকেই সকাল-সকাল বিচলিত হয়ে ওঠেন। ঘটনা সত্যি কি না যাচাই করতে প্রেম চোপড়াকে ফোন করেন রাকেশ রোশন। গোটা ঘটনায় আশঙ্কিত প্রেমের প্রশ্ন, “জানি না আমার সঙ্গে এটা কে করল?”

মাস খানেক আগে অভিনেতা জিতেন্দ্রকে নিয়ে একই ধরনের ভুয়ো মৃত্যু সংবাদ রটেছিল। সে ব্যাপারেও রাগ প্রকাশ করে প্রেম বলেছেন, “জিতেন্দ্রকে নিয়ে চার মাস আগেই এমন একটি খবর শোনা গিয়েছিল। এমন বিশ্রি জিনিস কিন্তু এবার বন্ধ হওয়া দরকার।”

উল্লেখ্য, হিন্দি ফিল্ম জগতে মূলত খলনায়কের চরিত্রেই অভিনয় করেছেন প্রেম চোপড়া। ‘প্রেম নাম হ্যায় মেরা… প্রেম চোপড়া’ এভাবেই নিজের পরিচয় করিয়ে দেন অভিনেতা। তাঁর অনুরাগী সংখ্যা নেহাত কম নয়।