দেশের কোভিড পরিস্থিতি মোকাবিলাতে ৩ কোটি টাকা তুললেন নিক-প্রিয়াঙ্কা

ক্যাটরিনা কইফ তাঁর ইনস্টাগ্রামের স্টোরিতে প্রিয়াঙ্কা উদ্যোগটি শেয়ার করে দিয়ে নিক-প্রিয়াঙ্কার আবেদনকে প্রশস্ত করেছেন।

দেশের কোভিড পরিস্থিতি মোকাবিলাতে ৩ কোটি টাকা তুললেন নিক-প্রিয়াঙ্কা
দম্পতি।
Follow Us:
| Updated on: Apr 30, 2021 | 7:14 PM

কোভিড -১৯ এর দ্বিতীয় ঢেউ গোটা দেশকে প্রতিকূলভাবে আঘাত করেছে। ভ্যাকসিন এবং অক্সিজেনের ঘাটতির মধ্যেও পরিকাঠামোগত ব্যর্থতা সাধারণ মানুষের দুর্দশা আরও বাড়িয়ে তুলেছে। দেশের সর্বস্তরের সেলিব্রিটিরা যে যেভাবে পারছেন দেশকে সহায়তা করতে এগিয়ে আসছেন।

প্রিয়াঙ্কা চোপড়াও তাঁর দেশ সম্পর্কে সমানভাবে উদ্বিগ্ন এবং অভিনেত্রী এবং তাঁর স্বামী নিক জোনাস কোভিড ত্রাণের জন্য ‘গিভ ইন্ডিয়া’ একটি তহবিল গঠন করেছেন। একসঙ্গে এই সেলেব দম্পতি এখনও পর্যন্ত প্রায় ৩ কোটি টাকা তুলতে সক্ষম হয়েছেন।

অভিনেত্রী ক্যাটরিনা কইফও তাঁদের এই উদ্যোগে এবং প্রিয়াঙ্কা এবং নিকের প্রচেষ্টারও প্রশংসা করেছেন। নিক-প্রিয়াঙ্কার ৭৩৯৬ জন সমর্থকদের সাহায্যে এখনও পর্যন্ত ২,৯৪,০৮,৬০৪ টাকা জমা পড়েছে।

আরও পড়ুন ১০ বছর কয়েকবার হৃদয় ভেঙেছে! মন খারাপে বললেন অভিনেতা গুলশন

বৃহস্পতিবার, কোভিড -১৯ ত্রাণের জন্য সকলকে এগিয়ে আসার এবং অর্থদানের জন্য সাহায্যের আবেদন জানিয়ে প্রিয়াঙ্কা এবং নিক একটি ভিডিও বার্তা শেয়ার করেন। অভিনেত্রী এই ভিডিওটির ক্যাপশনে লেখেন, “#TogetherforIndia…। আপনার সমর্থন এবং অনুদানের জন্য আপনাকে ধন্যবাদ। আপনার অবদান ভারতে কোভিড ১৯-এর সংক্রমণের বিরুদ্ধে এই লড়াইয়ে একটি স্পষ্টত পার্থক্য আনতে চলেছে। এখনও অনেক কিছু বাকি আছে এবং আমরা আশা করি যে এই গতি অব্যাহত থাকবে। দয়া করে এখনই দান করুন। লিঙ্ক বায়োতে রয়েছে।”

ক্যাটরিনা কইফ তাঁর ইনস্টাগ্রামের স্টোরিতে প্রিয়াঙ্কা উদ্যোগটি শেয়ার করে দিয়ে নিক-প্রিয়াঙ্কার আবেদনকে প্রশস্ত করেছেন। তাঁদের ট্যাগ করে ক্যাটরিনা লেখেন, ‘দুর্দান্ত উদ্যোগ’। প্রিয়াঙ্কা পরে ক্যাটরিনাকে ধন্যবাদও জানান।