‘পরে ডিলিট করতে পারি’, কী এমন ছবি দিলেন প্রিয়াঙ্কা যে মুছে ফেলার কথা অভিনেত্রীর?

প্রিয়াঙ্কা অনুরাগীরা কমেন্ট বক্সে সাফ জানিয়ে দিয়েছেন, ওই ছবি মোছার কোনও দরকার নেই। তাঁদের বক্তব্য, সত্যিই কিউটই দেখাচ্ছে পিগি চপ্সকে।

'পরে ডিলিট করতে পারি', কী এমন ছবি দিলেন প্রিয়াঙ্কা যে মুছে ফেলার কথা অভিনেত্রীর?
ইন্ডাস্ট্রিতে বহু বছর কাটানোর পর, প্রিয়াঙ্কাও তাঁর মা মধু চোপড়ার প্রযোজনা সংস্থা শুরু করেন। ‘পার্পেল পেবেল প্রোডাকশনস।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 29, 2021 | 9:20 PM

ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু একই সঙ্গে ক্যাপশনে লিখেও দিয়েছেন পরে মুছে ফেলতে পারেন। কী এমন ছবি, যা পরে মুছে ফেলার ‘সতর্কবার্তা’ প্রিয়াঙ্কার মুখে?

নিজের একটি সেলফি পোস্ট করেছেন প্রিয়াঙ্কা। মাঝখানে সিঁথি করে দু’দিকে খোঁপা বাঁধা। পরেছেন ট্রান্সপারেন্ট সানগ্লাস। গোলাপি লিপস্টিক আর কানের দুলে তাঁকে দেখাচ্ছে ভালই। ছবিটি ফিল্টার দেওয়া, তা দেখেই স্পষ্ট। এই ছবিই পোস্ট করে প্রিয়াঙ্কা লিখেছেন, “কিউট মনে হল, পরে মুছেও ফেলতে পারি।” নায়িকার মন বলে কথা!

দিও প্রিয়াঙ্কা অনুরাগীরা কমেন্ট বক্সে সাফ জানিয়ে দিয়েছেন, ওই ছবি মোছার কোনও দরকার নেই। তাঁদের বক্তব্য, সত্যিই কিউটই দেখাচ্ছে পিগি চপ্সকে। দিন দুয়েক আগেই সুদূর লন্ডন থেকে নিউ ইয়র্কে এসেছিলেন অভিনেত্রী। উদ্দেশ্য নিজের রেস্তরাঁ সোনাকে কাছ থেকে দেখা। শুধু যে এলেন, ঘুরে দেখলেন আর সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করলেন এমনটা নয়, ডায়েট ভুলে খেলেন ফুচকা, ধোসাও। ইনস্টা স্টোরিতে ভেসে এল পকোড়ার ছবিও। ছবি শেয়ার করে আপ্লুত প্রিয়াঙ্কা লিখেছিলেন, “বিশ্বাসই হচ্ছে না, আমি অবশেষে সোনায় এসেছি। আমাদের ৩ বছরের ভালবাসার পরিশ্রমকে এত কাছ থেকে দেখছি। নিউ ইয়র্কের হৃদয়ে অবস্থিত সোনা আমার হৃদয়েরও একটি অংশ।”

আরও পড়ুন- এক অ্যাডেই বাজিমাত, বৌমা করতে চেয়ে ফোন, অবিবাহিত পায়েলের জুটেছিল ‘বিবাহিত’র তকমা

এই বছরই মার্চে সোনার উদ্বোধন হয়। প্রিয়াঙ্কা নিজেও শেয়ার করেছিলেন রেস্তরাঁর ছবি। লিখেছিলেন, “ভারতীয় খাবারের প্রতি টান কী করে যেন ভালবাসার পরিশ্রম হয়ে গেল…সবাইকে স্বাগত। নিউ ইয়র্কে এক টুকরো ভারত খুঁজে নেওয়ার জন্য…।” রেস্তোরাঁর নাম যে ‘সোনা’ রাখা হয়েছে, তা নাকি প্রিয়ঙ্কার স্বামী নিক জোনাসের (Nick Jonas) সাজেশন। আর এই তথ্য জানিয়েছেন প্রিয়াঙ্কা স্বয়ং। এ হেন নাম রাখার পিছনে প্রিয়াঙ্কা জানিয়েছিলেন, “আসলে আমাদের বিয়ের সময় নিক ভারতে গিয়ে সোনা শব্দটা শিখেছে। ও জানে ইংরেজি গোল্ড শব্দের অর্থ সোনা। বিয়েতে প্রচুর সোনার গয়না পরতে দেখেছিল ও। ভালই হয়েছে, নামটা ও দিয়েছে।”