ফারহান আখতারের আগামী ছবি জি লে জ়রা বেশ কিছুদিন ধরে নানান কারণে জল্পনার কেন্দ্রে জায়গা করে নিয়েছে। ছবির কাজ শেষ করা সম্ভব হয়নি এখনও। ছবিতে একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে বলিউডের ৩ বাঘা অভিনেত্রীকে। আলিয়া ভাট, কাটরিনা কাইফ ও প্রিয়াঙ্কা চোপড়া তিন স্টারেরই থাকার কথা ছিল এই ছবিতে। তবে একের পর এক কারণে শিডিউল ক্রমেই পিছিয়ে যাচ্ছে ছবির। কখনও কারণ হয়ে দাঁড়াচ্ছে প্রিয়াঙ্কার হলিউড প্রজেক্ট, কখনও আবার আলিয়া ভাটের ছবির শুটিং। সব মিলিয়ে কিছুতেই যেন এই ছবির কাজ শেষ করে হয়ে ওঠা হচ্ছে না ফারহান আখতারের। তবে বহু প্রতীক্ষিত এই ছবি নিয়ে এবার নয়া খবর এল চর্চায়। সময় দিতে পারছেন না, তাই না কি ছবি থেকে সরে যাওয়া সিদ্ধান্ত নিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া।
যদিও এই সম্পর্কে ফারহান আখতার কিংবা প্রিয়াঙ্কা চোপড়া মুখ খোলেননি। তবে বলিউডের ঘনিষ্ঠ সূত্রের খবর, ছবিতে নাকি থাকছেন না প্রিয়াঙ্কা। আর এই খবর সামনে আসা মাত্রই সোশ্যাল মিডিয়ায় জল্পনা তুঙ্গে। তবে তিন মূর্তির মধ্যে তৃতীয় ব্যক্তি এবার কে হবেন! প্রশ্নের উত্তর দিল খোদ নেট দুনিয়ায়। তাঁদের মত, দীপিকা পাড়ুকোনকে নেওয়া হোক প্রিয়ঙ্কা চোপড়ার জায়গায়। তিনি একাই তিনজনের কাজ করে দেবেন বলেই বিশ্বাস নেটমহলের। যদিও এই ছবির কাজ এখন বেশ কিছুদিন হলেও স্থগিত।
অন্যান্য কাজের জেরে কেউই আর সময় দিতে পারছেন না এই ছবিকে। অন্যদিকে দীর্ঘদিন অভিনেত্রীদের সময়ের জন্য অপেক্ষা করে, এবার ফারহানা আখতার নিজেই আমির খানের সঙ্গে যুক্ত হয়েছেন অন্য একটি ছবির জন্যে। ফলে আদপে এই ছবির কাজ কবে শেষ হবে, তা নিয়ে বাড়ছিল ধোঁয়াশা? কাস্টের সমস্যা মিটবে কি না, তা নিয়ে এখন ধোঁয়াশা বলিউডে। তবে বলিউডে বিগ বাজেট এই ছবির দাপুটে স্টার কাস্ট-এর জন্যই ছিল বেজায় চর্চিত। বহুদিন পর বলিউডের ছবি করতে দেখা যেত প্রিয়াঙ্কা চোপড়াকে। যদিও এই খবর প্রিয়াঙ্কার ভক্তদের জন্য বেজায় দুঃসংবাদ।