Sidharth Shukla’s Death: সিদ্ধার্থর জন্য সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিলেন পূজা!
Sidharth Shukla's Death: সিদ্ধার্থর মৃত্যুর পর প্রতিটি মুহূর্তের ছবি বা ভিডিয়ো দর্শকের কাছে পৌঁছে দিতে চেয়েছে সংবাদমাধ্যম। কিন্তু শ্মশানে তাঁর মা উপস্থিত হলে প্রায় গায়ের উপর ওঠে ছবি তোলার জন্য ঠেলাঠেলি বা বান্ধবী শেহনাজের কান্নায় ভেঙে পড়া মুখ ফ্রেমবন্দি করার জন্য মিডিয়ার যে ব্যবহার, তাকে কটাক্ষ করেছেন পূজা।
৪০ বছর বয়সে আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন অভিনেতা সিদ্ধার্থ শুক্ল। তাঁর মৃত্যু সংক্রান্ত খবর এবং ছবিতে ভরে রয়েছে সোশ্যাল মিডিয়া। তা কোথাও আহত করেছে অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়কে। সে কারণে সাময়িক ভাবে সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করলেন পূজা।
ইনস্টাগ্রামে পূজা লিখেছেন, ‘আমি কয়েকদিনের জন্য সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিচ্ছি। কারও মৃত্যু সংক্রান্ত ছবি এবং ভিডিয়ো দেখতে পারছি না। বিশেষত তার পরিবারকে মিডিয়া যে ভাবে দেখাচ্ছে তা দেখতে পারব না। অন্তত ওর মাকে ছেড়ে দিন। উনি সন্তান হারিয়েছেম। একবার অন্তত মানুষ হোন।’
সিদ্ধার্থর মৃত্যুর পর প্রতিটি মুহূর্তের ছবি বা ভিডিয়ো দর্শকের কাছে পৌঁছে দিতে চেয়েছে সংবাদমাধ্যম। কিন্তু শ্মশানে তাঁর মা উপস্থিত হলে প্রায় গায়ের উপর ওঠে ছবি তোলার জন্য ঠেলাঠেলি বা বান্ধবী শেহনাজের কান্নায় ভেঙে পড়া মুখ ফ্রেমবন্দি করার জন্য মিডিয়ার যে ব্যবহার, তাকে কটাক্ষ করেছেন পূজা। এর প্রতিবাদেই সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন অভিনেত্রী।
View this post on Instagram
গতকাল মুম্বইয়ের ওশিয়াড়ার শ্মশানে সিদ্ধার্থর শেষকৃত্যে হাজির ছিলেন অভিনেত্রী সম্ভবনা শেঠ এবং তাঁর স্বামী অবিনাশ দ্বিবেদী। সেখান থেকে ফিরে সাংবাদিকদের সম্ভবনা বলেন, “সিদ্ধার্থ মেরা বাচ্চা… বলতে বলতে সমানে কেঁদে যাচ্ছিল শেহনাজ। সিদ্ধার্থর মৃতদেহের পায়ের কাছে বসে পড়েছিল। যদিও পরে নিজেকে সামলে সব নিয়ম পালন করেছে। আন্টিও কাঁদছিলেন। কিন্তু নিজেকে শক্ত রাখার চেষ্টা করছিলেন। শেহনাজকে ধরে রাখা যাচ্ছিল না। সিদ্ধার্থর সঙ্গে এটা যদি হতে পারে, তা হলে আমাদের সঙ্গে সব কিছু হতে পারে। সব পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে।” এক সাক্ষাৎকারে সিদ্ধার্থর মায়ের সম্পর্কে জ্যাসলিন বলেন, “সিদ্ধার্থর মা অত্যন্ত শক্ত মনের মহিলা। উনি কিছু বলার মতো অবস্থায় নেই। আসলে ওর পরিবারের কেউই এখন কিছু বলতে পারবেন না। কিন্তু ওর মা আমাদেরকে যেটুকু বলছেন, তাতে আমরাই কান্না থামাতে পারছি না। উনি নিজেকে শান্ত রাখার চেষ্টা করছেন। সব সময় সেটা সম্ভব হচ্ছে না।”
বিগ বস ১৩তে বিজয়ী হয়েছিলেন সিদ্ধার্থ। ওই শো’য়ে সিদ্ধার্থ ও শেহনাজের গিলের কেমিস্ট্রি ভালবেসেছিল দর্শক। যদিও তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে এ কথা স্বীকার করেননি তাঁরা। তবুও তাঁদের একসঙ্গে সময় কাটানো, নানা মুহূর্তকে ভালবেসে অনুরাগীরা তাঁদের ভালবেসে নাম দিয়েছিল ‘সিডনাজ’। দিন কয়েক আগে একসঙ্গে মিউজিক ভিডিয়োতেও অভিনয় করেছেন তাঁরা। তাঁদের একসঙ্গে বড় পর্দায় দেখবার ইচ্ছে ছিল ভক্তদের। সেই ইচ্ছে যদিও আর পূরণ হল না।
‘বিগ বস ১৩’-র বিজেতা হওয়ার আগে থেকেই ইন্ডাস্ট্রিতে সিদ্ধার্থর পরিচিতি ছিল। ওই রিয়ালিটি শোয়ে জয়লাভের পর তিনি আরও জনপ্রিয় হন। ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’-র মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। একতা কাপুরের শো ‘ব্রোকেন বাট বিউটিপুল ৩’- সিদ্ধার্থর শেষ কাজ। ওই শোয়ে সিদ্ধার্থর চরিত্রের নাম ছিল অগস্ত্য। ‘বালিকা বধূ’, ‘দিল সে দিল তক’-এর মতো টেলিভিশন ধারাবাহিকে সিদ্ধার্থর অভিনয় পছন্দ করেছিলেন দর্শক। ‘বিগ বস’ ছাড়াও ‘ঝলক দিখলা যা ৬’, ‘ফিয়ার ফ্যাক্টর’, ‘খতড়ো কে খিলাড়ি’র মতো শোতেও অংশ নিয়েছিলেন তিনি।
আরও পড়ুন, যশ কলকাতার সবথেকে সুদর্শন নায়ক, কে করলেন এই প্রশংসা?